ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও ভিন্নতা আছে ভেন্যুতে। ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে প্রথম ম্যাচ। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা। ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
বিশ্বকাপে অংশ নেওয়া আটটি দলই অংশ নেবে এই ওয়ার্ম-আপ ম্যাচে, তবে ব্যতিক্রম একমাত্র অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। প্রতিটি দল সাধারণত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো হলো—ভারতের বেঙ্গালুরুর এক্সিলেন্স গ্রাউন্ড ও এম চিন্নাস্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। প্রস্তুতি ম্যাচগুলোতে মূল আট দলের পাশাপাশি অংশ নেবে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারত ‘এ’ খেলবে একটি ম্যাচ এবং শ্রীলঙ্কা ‘এ’ খেলবে দুটি ম্যাচ।
ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০১৩ সালের পর ভারতে আবারও নারী বিশ্বকাপ হবে। তবে পাকিস্তান ভারত সফর করবে না বলে তাদের ম্যাচসহ আরও কিছু খেলা শ্রীলঙ্কায় হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। প্রতিপক্ষ একই হলেও ভিন্নতা আছে ভেন্যুতে। ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে প্রথম ম্যাচ। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা। ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
বিশ্বকাপে অংশ নেওয়া আটটি দলই অংশ নেবে এই ওয়ার্ম-আপ ম্যাচে, তবে ব্যতিক্রম একমাত্র অস্ট্রেলিয়া, যারা খেলবে মাত্র একটি ম্যাচ। প্রতিটি দল সাধারণত দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো হলো—ভারতের বেঙ্গালুরুর এক্সিলেন্স গ্রাউন্ড ও এম চিন্নাস্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। প্রস্তুতি ম্যাচগুলোতে মূল আট দলের পাশাপাশি অংশ নেবে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ভারত ‘এ’ খেলবে একটি ম্যাচ এবং শ্রীলঙ্কা ‘এ’ খেলবে দুটি ম্যাচ।
ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ২০১৩ সালের পর ভারতে আবারও নারী বিশ্বকাপ হবে। তবে পাকিস্তান ভারত সফর করবে না বলে তাদের ম্যাচসহ আরও কিছু খেলা শ্রীলঙ্কায় হবে।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর
* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব
লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। যেটা মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ফরাসি ফরোয়াডের্র ব্যালন ডি’অর জয়কে ফুটবলের জন্য নৈতিক ক্ষতি বলে মনে করছেন তিনি।
৪২ মিনিট আগেচলে গেলেন ক্রিকেট আম্পায়ারিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ডিকি বার্ড। ৯২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সাবেক এই আম্পায়ার। আজ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার।
৪৪ মিনিট আগেক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে ভক্ত এবং সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই উইঙ্গার। তাঁকে অভিনন্দন জানাতে ভুলেননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর মতে, এবারের ব্যালন ডি’অর দেম্বেলের প্রাপ্য ছিল।
১ ঘণ্টা আগেএবারের বিগ ব্যাশেও রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে যে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন, সেটা মঞ্জুর হয়েছে বলে গতকাল বিসিবি সূত্রে জানা গেছে। রিশাদকে এবার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে খেলতে দেখা যেতে পারে।
১ ঘণ্টা আগে