ক্রীড়া ডেস্ক
লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। যেটা মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ফরাসি ফরোয়াডের্র ব্যালন ডি’অর জয়কে ফুটবলের জন্য নৈতিক ক্ষতি বলে মনে করছেন তিনি।
নাসরাউইয়ের মতে, ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিল ইয়ামাল। এই মুহূর্তে ১৮ বছর বয়সী ফুটবলারের কোনো প্রতিদ্বন্দ্বি দেখছেন না তিনি। তাই দেম্বেলের ব্যালন ডি’অর জেতাকে স্বাভাবিক মনে হচ্ছ না নাসরাউইয়ের কাছে। যদিও তাঁর বিশ্বাস, পরের বছর সম্মানজনক পুরস্কারটি জিতবে তাঁর ছেলে।
এল চিরিংগুইতোকে নাসরাউই বলেন, ‘আমি মনে করি ফুটবলের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি। আমি বলব না ব্যালন ডি’অর চুরি হয়েছে। তবে একজন মানুষের জন্য এটা নৈতিক ক্ষতি। কারণ আমি বিশ্বাস করি যে লামিনে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়। এখন পর্যন্ত সে অনেক পার্থক্য তৈরি করেছে। আমার ছেলে বলে নয়, বরং সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মনে হয় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইয়ামাল ইয়ামালই। এটা বলতেই হবে যে এখানে খুব অদ্ভুত কিছু ঘটেছে। স্পেনের সকলকে শুভেচ্ছা। পরের বছর স্পেনের কেউ এটা জিতবে।’
গত মৌসুমে ট্রেবল জেতে পিএসজির। চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতে ইতিহাস বদলে দেওয়া মৌসুমটাতে প্যারিসের ক্লাবটির সাফল্যের অন্যতম রূপকার ছিলেন দেম্বেলে। সেবার ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি। হয়েছেন মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা। তাই ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবার সামনেই ছিলেন দেম্বেলে। বেশকিছু গণমাধ্যমের জানিয়েছিল, এই ফুটবলারের ব্যালন ডি’অর জেতা কেবলমাত্র সময়ের ব্যাপার। ফ্রান্সের থিয়েটার দ্যু শাতলে গতকাল রাতের জমকালো অনুষ্ঠানে হতাশ হতে হয়নি দেম্বেলেকে।
চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও গত মৌসুমে বার্সেলোনার অর্জনও কম নয়। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালানরা। জায়ান্টদের ঘরোয়া ট্রেবল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ইয়ামাল। ১৮ গোলের বিপরীতে ২১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। গোলে অবদানের চেয়েও মাঠে দারুণ খেলার কারণেই বেশি সুনাম কুড়িয়েছেন ইয়ামাল। অসাধারণ কারিকুরিতে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ তুর্কি। ২০২৫ ব্যালন ডি’অরের লড়াইয়ে তাই এগিয়ে ছিলেন ইয়ামাল।
ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন এই স্প্যানিশ ফুটবলার। তাতে অবশ্য খুশি হতে পারছেন না তাঁর বাবা। দেম্বেলের পরিবর্তে ইয়ামালের হাতে ব্যালন ডি’অরের ট্রফি দেখতে চেয়েছিলেন তিনি।
লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। যেটা মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ফরাসি ফরোয়াডের্র ব্যালন ডি’অর জয়কে ফুটবলের জন্য নৈতিক ক্ষতি বলে মনে করছেন তিনি।
নাসরাউইয়ের মতে, ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিল ইয়ামাল। এই মুহূর্তে ১৮ বছর বয়সী ফুটবলারের কোনো প্রতিদ্বন্দ্বি দেখছেন না তিনি। তাই দেম্বেলের ব্যালন ডি’অর জেতাকে স্বাভাবিক মনে হচ্ছ না নাসরাউইয়ের কাছে। যদিও তাঁর বিশ্বাস, পরের বছর সম্মানজনক পুরস্কারটি জিতবে তাঁর ছেলে।
এল চিরিংগুইতোকে নাসরাউই বলেন, ‘আমি মনে করি ফুটবলের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি। আমি বলব না ব্যালন ডি’অর চুরি হয়েছে। তবে একজন মানুষের জন্য এটা নৈতিক ক্ষতি। কারণ আমি বিশ্বাস করি যে লামিনে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়। এখন পর্যন্ত সে অনেক পার্থক্য তৈরি করেছে। আমার ছেলে বলে নয়, বরং সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মনে হয় তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইয়ামাল ইয়ামালই। এটা বলতেই হবে যে এখানে খুব অদ্ভুত কিছু ঘটেছে। স্পেনের সকলকে শুভেচ্ছা। পরের বছর স্পেনের কেউ এটা জিতবে।’
গত মৌসুমে ট্রেবল জেতে পিএসজির। চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতে ইতিহাস বদলে দেওয়া মৌসুমটাতে প্যারিসের ক্লাবটির সাফল্যের অন্যতম রূপকার ছিলেন দেম্বেলে। সেবার ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি। হয়েছেন মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা। তাই ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবার সামনেই ছিলেন দেম্বেলে। বেশকিছু গণমাধ্যমের জানিয়েছিল, এই ফুটবলারের ব্যালন ডি’অর জেতা কেবলমাত্র সময়ের ব্যাপার। ফ্রান্সের থিয়েটার দ্যু শাতলে গতকাল রাতের জমকালো অনুষ্ঠানে হতাশ হতে হয়নি দেম্বেলেকে।
চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও গত মৌসুমে বার্সেলোনার অর্জনও কম নয়। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালানরা। জায়ান্টদের ঘরোয়া ট্রেবল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ইয়ামাল। ১৮ গোলের বিপরীতে ২১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। গোলে অবদানের চেয়েও মাঠে দারুণ খেলার কারণেই বেশি সুনাম কুড়িয়েছেন ইয়ামাল। অসাধারণ কারিকুরিতে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ তুর্কি। ২০২৫ ব্যালন ডি’অরের লড়াইয়ে তাই এগিয়ে ছিলেন ইয়ামাল।
ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন এই স্প্যানিশ ফুটবলার। তাতে অবশ্য খুশি হতে পারছেন না তাঁর বাবা। দেম্বেলের পরিবর্তে ইয়ামালের হাতে ব্যালন ডি’অরের ট্রফি দেখতে চেয়েছিলেন তিনি।
ফেডারেশন কাপে শুরুতেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দিনটা অন্য রকম কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। তিনটি গোলই আসে স্যামুয়েল বোয়াটেংয়ের কাছ
২৩ মিনিট আগেএশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পান না তিনি। সূর্যকুমারের সেই কথা ধরে এবার সালমান আলী আগাদের কটাক্ষ করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১ ঘণ্টা আগেচলে গেলেন ক্রিকেট আম্পায়ারিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ডিকি বার্ড। ৯২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সাবেক এই আম্পায়ার। আজ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার।
২ ঘণ্টা আগেক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে ভক্ত এবং সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন এই উইঙ্গার। তাঁকে অভিনন্দন জানাতে ভুলেননি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর মতে, এবারের ব্যালন ডি’অর দেম্বেলের প্রাপ্য ছিল।
২ ঘণ্টা আগে