২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৬ ঘণ্টা আগে