নড়বড়ে নব্বইয়ের ঘরে যে কারও মনে একটু ভীতি সঞ্চারিত হবে, সেটিই স্বাভাবিক। রবীন্দ্র জাদেজারও হয়তো তেমন কিছু মনে হচ্ছিল। সেঞ্চুরির জন্য তখন তাঁর দরকার ১ রান। জেমস অ্যান্ডারসনের করা ৮২তম ওভারের পঞ্চম বলটি মিড অনে ঠেলে দিয়েছিলেন। সেটি দেখে দৌড় দিয়েছিলেন নন-স্ট্রাইকে থাকা সরফরাজ খান। মুহূর্তেই সরাসরি হিটে তাঁর স্টাম্প ভেঙে দেন মার্ক উড।
অভিষেক ইনিংসে ফিফটি পাওয়া সরফরাজ থামেন ৬২ বলে। তাঁর এই আউট দেখে ড্রেসিংরুমে ক্ষোভে টুপি খুলে ছুড়ে মারেন অধিনায়ক রোহিত শর্মা। এই টুপি মাথায় তোলার জন্য সরফরাজকে কম পথ পাড়ি দিতে হয়নি। আজ যখন রাজকোট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো, ভারতের টেস্ট টুপিটা ছেলের মাথায় দেখে কাঁদলেন সরফরাজের বাবা।
রোহিত ও জাদেজার মতো দিনটা হতে পারত সরফরাজেরও। রানআউট হওয়ার আগে মনেই হচ্ছিল না, অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তিনি। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু দেখেশুনে খেললেও পরে ব্যাট চালালেন ওয়ানডে মেজাজে। ৬৬ বলে ৯ চার ১ ছয়ে করলেন ৬২ রান।
সরফরাজ আউট হওয়ার পরের বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন জাদেজা। তার জন্য লাগল ১৯৮ বল। জাদেজার নিজের চার সেঞ্চুরির দুটিই ইংল্যান্ডের বিপক্ষে, দুটি নিজের মাঠ রাজকোটে। অপরাজিত থেকে দিন শেষ করার আগে ২১২ বলে ১১০ রান করেছেন তিনি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কুলদীপ যাদবকে (১ *) নিয়ে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। ৩৩ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। সেই রান দিন শেষে দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩২৬। ওপেনার যশস্বী জয়সওয়াল (১০) ও শুবমান গিলকে (০) বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি উড। চতুর্থ উইকেট জুটিতে ভারতকে স্বস্তির জায়গায় নিয়ে যান রোহিত-জাদেজা। দুজনে ৩২৯ বলে করেন ২০৪ রানের জুটি। রোহিত পেয়েছেন ১১ তম টেস্ট সেঞ্চুরি, তৃতীয় ইনিংসে এসে। উডের তৃতীয় শিকার হয়ে ফেরা ভারত ওপেনার করেন ১৯৬ বলে ১৩১ রান। সঙ্গে বেশ কিছু মাইলফলকও ছুঁয়েছেন। ভারত অধিনায়ক হিসেবে তিন সংস্করণ মিলিয়ে তাঁর ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে সর্বোচ্চ ২১২।
নড়বড়ে নব্বইয়ের ঘরে যে কারও মনে একটু ভীতি সঞ্চারিত হবে, সেটিই স্বাভাবিক। রবীন্দ্র জাদেজারও হয়তো তেমন কিছু মনে হচ্ছিল। সেঞ্চুরির জন্য তখন তাঁর দরকার ১ রান। জেমস অ্যান্ডারসনের করা ৮২তম ওভারের পঞ্চম বলটি মিড অনে ঠেলে দিয়েছিলেন। সেটি দেখে দৌড় দিয়েছিলেন নন-স্ট্রাইকে থাকা সরফরাজ খান। মুহূর্তেই সরাসরি হিটে তাঁর স্টাম্প ভেঙে দেন মার্ক উড।
অভিষেক ইনিংসে ফিফটি পাওয়া সরফরাজ থামেন ৬২ বলে। তাঁর এই আউট দেখে ড্রেসিংরুমে ক্ষোভে টুপি খুলে ছুড়ে মারেন অধিনায়ক রোহিত শর্মা। এই টুপি মাথায় তোলার জন্য সরফরাজকে কম পথ পাড়ি দিতে হয়নি। আজ যখন রাজকোট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো, ভারতের টেস্ট টুপিটা ছেলের মাথায় দেখে কাঁদলেন সরফরাজের বাবা।
রোহিত ও জাদেজার মতো দিনটা হতে পারত সরফরাজেরও। রানআউট হওয়ার আগে মনেই হচ্ছিল না, অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তিনি। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু দেখেশুনে খেললেও পরে ব্যাট চালালেন ওয়ানডে মেজাজে। ৬৬ বলে ৯ চার ১ ছয়ে করলেন ৬২ রান।
সরফরাজ আউট হওয়ার পরের বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন জাদেজা। তার জন্য লাগল ১৯৮ বল। জাদেজার নিজের চার সেঞ্চুরির দুটিই ইংল্যান্ডের বিপক্ষে, দুটি নিজের মাঠ রাজকোটে। অপরাজিত থেকে দিন শেষ করার আগে ২১২ বলে ১১০ রান করেছেন তিনি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কুলদীপ যাদবকে (১ *) নিয়ে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। ৩৩ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। সেই রান দিন শেষে দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩২৬। ওপেনার যশস্বী জয়সওয়াল (১০) ও শুবমান গিলকে (০) বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি উড। চতুর্থ উইকেট জুটিতে ভারতকে স্বস্তির জায়গায় নিয়ে যান রোহিত-জাদেজা। দুজনে ৩২৯ বলে করেন ২০৪ রানের জুটি। রোহিত পেয়েছেন ১১ তম টেস্ট সেঞ্চুরি, তৃতীয় ইনিংসে এসে। উডের তৃতীয় শিকার হয়ে ফেরা ভারত ওপেনার করেন ১৯৬ বলে ১৩১ রান। সঙ্গে বেশ কিছু মাইলফলকও ছুঁয়েছেন। ভারত অধিনায়ক হিসেবে তিন সংস্করণ মিলিয়ে তাঁর ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে সর্বোচ্চ ২১২।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে