ক্রীড়া ডেস্ক
জার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
নেদারল্যান্ডস স্পোর্টপার্ক ওয়েস্টফ্লিয়েটে ইউরোপিয়ান বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড ও জার্সির জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হতো এই দুই দলকে। তবে স্কটিশদের হতাশায় ডুবিয়ে কাজটা করে নিল জার্সি।
টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জার্সি। ম্যাথু ক্রসের ৪৩ ও মার্ক ওয়াটের ২৮ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান তোলে স্কটিশরা। ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.২ ওভারের সময় দলীয় ১২৯ রানে নবম উইকেট হারায় জার্সি। স্কটল্যান্ড দেখছিল জয়ের আশা। তবে জার্সির শেষ দুই ব্যাটার জয় এনে দেন দলকে। ওপেনার নিক গ্রিনউড করেছেন সর্বোচ্চ ৩৬ বলে ৪৯ রান।
ইউরোপিয়ান বাছাইপর্বে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে জার্সি আছে টেবিলের দুইয়ে। ৩ ম্যাচে সমান ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইতালি। ৩ ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্ট ৩। বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে ইতালি ও ডাচরা। সেই ম্যাচের ফলের দিকে তাকিয়ে জার্সি। নেদারল্যান্ডস জিতলে তিন দলেরই পয়েন্ট সমান ৫ হবে। তখন দেখা হবে নেট রান রেট। ডাচরা হেরে গেলে জার্সি এমনিতেই চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।
ইউরোপিয়ান বাছাইপর্বে খেলছে ৬টি দল—স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, জার্সি, জার্মানি ও ডেনমার্ক। দুটি দল সুযোগ পাবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
রাউন্ড-রবিন পদ্ধতিতে সব দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। পয়েন্ট সমান হলে নেট রান রেট অনুযায়ী অবস্থান নির্ধারিত হবে।
জার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
নেদারল্যান্ডস স্পোর্টপার্ক ওয়েস্টফ্লিয়েটে ইউরোপিয়ান বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড ও জার্সির জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হতো এই দুই দলকে। তবে স্কটিশদের হতাশায় ডুবিয়ে কাজটা করে নিল জার্সি।
টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জার্সি। ম্যাথু ক্রসের ৪৩ ও মার্ক ওয়াটের ২৮ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান তোলে স্কটিশরা। ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.২ ওভারের সময় দলীয় ১২৯ রানে নবম উইকেট হারায় জার্সি। স্কটল্যান্ড দেখছিল জয়ের আশা। তবে জার্সির শেষ দুই ব্যাটার জয় এনে দেন দলকে। ওপেনার নিক গ্রিনউড করেছেন সর্বোচ্চ ৩৬ বলে ৪৯ রান।
ইউরোপিয়ান বাছাইপর্বে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে জার্সি আছে টেবিলের দুইয়ে। ৩ ম্যাচে সমান ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইতালি। ৩ ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্ট ৩। বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে ইতালি ও ডাচরা। সেই ম্যাচের ফলের দিকে তাকিয়ে জার্সি। নেদারল্যান্ডস জিতলে তিন দলেরই পয়েন্ট সমান ৫ হবে। তখন দেখা হবে নেট রান রেট। ডাচরা হেরে গেলে জার্সি এমনিতেই চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।
ইউরোপিয়ান বাছাইপর্বে খেলছে ৬টি দল—স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, জার্সি, জার্মানি ও ডেনমার্ক। দুটি দল সুযোগ পাবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
রাউন্ড-রবিন পদ্ধতিতে সব দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। পয়েন্ট সমান হলে নেট রান রেট অনুযায়ী অবস্থান নির্ধারিত হবে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
৭ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
৮ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৮ ঘণ্টা আগে