Ajker Patrika

অতি আত্মবিশ্বাসে ডুবল মেহেরপুর, চ্যাম্পিয়ন রংপুর 

আপডেট : ১৩ জুন ২০২২, ১৬: ১৪
অতি আত্মবিশ্বাসে ডুবল মেহেরপুর, চ্যাম্পিয়ন রংপুর 

ফাইনালে শিরোপার লড়াইয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মেহেরপুর উচ্চবিদ্যালয়ের কোচ। কিন্তু রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না মেহেরপুর উচ্চবিদ্যালয়ের ছেলেরা। আর তাতেই  জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে সহজ জয় পেয়েছে রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়। লো স্কোরিং ম্যাচে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়কে তারা হারিয়েছে ৫৯ রানে।

নারায়ণগঞ্জের শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর শিশু নিকেতন। সেমিফাইনালের মতো এ ম্যাচেও ব্যাটাররা সুবিধা করতে পারেনি। ৩৭ ওভারে সব কটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে আহমেদ তেজান। আর তৌহিদ জাহানের ব্যাট থেকে আসে ২৪ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়।  প্রথম ওভারে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগে দুই উইকেট হারিয়ে বসে। শুরুর এই বিপর্যয় আর কাটিয়ে তুলতে পারেনি মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়। তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশু নিকেতনের অধিনায়ক শেখ ইমতিয়াজ। এই  লেগ স্পিনারের সামনে  দাঁড়াতেই পারেনি মেহেরপুর উচ্চ বিদ্যালয়ের ছেলেরা । ১৪ রান খরচায় ৫ উইকেট নেন ইমতিয়াজ।

শেষ পর্যন্ত দলীয় পঞ্চাশের (৪৩) আগেই থেমেছে মেহেরপুর উচ্চবিদ্যালয় । মেহেরপুরের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌছাতে পেরেছেন সায়েম আহমেদ (১২)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত