Ajker Patrika

হঠাৎ করেই বড় ধাক্কা খেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ফখর জামান। বাংলাদেশ সময় আজ সকালে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১০ ও ১২ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফখরের ছিটকে যাওয়ার কথা। পিসিবি জানিয়েছে, তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি শেষে ফখরের পাকিস্তানে ফেরার কথা। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে ফখরের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে। ওয়ানডে সিরিজে ফখরের পরিবর্তে কে আসবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ২৮ ও ২০ রান করেছেন। দুই ম্যাচ মিলে ১১১.৬২ স্ট্রাইকরেটে করেন ৪৮ রান। বিপাকে পড়েছেন ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে যখন হাসান আলী বোলিংয়ে আসেন, সেই ওভারে বল থামাতে গিয়ে চোট পেয়েছেন তিনি। তৎক্ষণাৎ মেডিকেল টিম এসে পরীক্ষানিরীক্ষা করে তাঁর (ফখর) বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট খুঁজে পেয়েছে। এই চোটই পাকিস্তানি বাঁহাতি ব্যাটারকে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে দিয়েছে। ফখরের পরিবর্তে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন খুশদিল শাহ। পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন খুশদিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত