ক্রীড়া ডেস্ক
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৮ ও ৯ উইকেটে। কতটা দাপুটে ছিল, সেটা বোঝা যাবে তাদের রানরেট দেখলে। ১০.২২ ও ৭.৮৯ রানরেটে প্রথম দুই টি-টোয়েন্টি জিতেছে লিটনের দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামছে ডাচদের ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে।
আগেই সিরিজ নিশ্চিত হওয়া বাংলাদেশ আজ একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এবং শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে এসেছেন নুরুল হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। পেস বোলিং লাইনআপে শরীফুল-তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিবের ব্যাটিংটাও কার্যকরী হয়ে উঠতে পারে। সোহান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২ বছর পর। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছিলেন তিনি।
নেদারল্যান্ডস আজ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের একাদশে স্বীকৃত স্পিনার হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেন। পাশাপাশি দুই খণ্ডকালীন স্পিনার সাইফ হাসান ও শামীম থাকছেন। রিশাদের ঝোড়ো ব্যাটিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটনের সঙ্গে সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ, শামীম আছেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের একাদশে এনেছে এক পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে আজ একাদশে এসেছেন টিম প্রিঙ্গল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম
নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৮ ও ৯ উইকেটে। কতটা দাপুটে ছিল, সেটা বোঝা যাবে তাদের রানরেট দেখলে। ১০.২২ ও ৭.৮৯ রানরেটে প্রথম দুই টি-টোয়েন্টি জিতেছে লিটনের দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামছে ডাচদের ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে।
আগেই সিরিজ নিশ্চিত হওয়া বাংলাদেশ আজ একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এবং শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে এসেছেন নুরুল হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। পেস বোলিং লাইনআপে শরীফুল-তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিবের ব্যাটিংটাও কার্যকরী হয়ে উঠতে পারে। সোহান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ২ বছর পর। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছিলেন তিনি।
নেদারল্যান্ডস আজ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের একাদশে স্বীকৃত স্পিনার হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেন। পাশাপাশি দুই খণ্ডকালীন স্পিনার সাইফ হাসান ও শামীম থাকছেন। রিশাদের ঝোড়ো ব্যাটিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটনের সঙ্গে সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, সাইফ, শামীম আছেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের একাদশে এনেছে এক পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে আজ একাদশে এসেছেন টিম প্রিঙ্গল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম
নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল
মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১৬ মিনিট আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
১ ঘণ্টা আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগে