নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে। মেহেদী হাসান মিরাজকে ডাকুন। বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন। বোলিংয়েও যখন উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা, মিরাজ এনে দিচ্ছেন ব্রেকথ্রু। দলের বিপদে ত্রাতা বনে যাওয়া মিরাজের সঙ্গে সাকিব আল হাসানের তুলনাটা আসছে বারবার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিবের অনুপস্থিতিতে ব্যাটিংটা ভালো করবেন মিরাজ। বাংলাদেশ ৭ উইকেটে হারলেও শান্তর আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। বিরুদ্ধ পরিস্থিতিতে মিরাজ লড়ে গেছেন নিজের সাধ্যমত। ভবিষ্যতে সাকিবের ব্যাটিংয়ের অভাব পূরণ করতে পারবেন কি না, মিরাজকে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়। বাংলাদেশের অলরাউন্ডার তখন বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’
মিরপুরে এই টেস্ট দিয়েই সাকিব তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। প্রথম টেস্টের দলে প্রথমে তাঁর নামও ছিল। তবে শেষ মুহূর্তে এসে সাকিবকে বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলতে হয়। সংবাদ সম্মেলনে আজ যখন ‘সাকিবের বিদায়ী টেস্ট’-এর প্রসঙ্গ আসে, মিরাজ তখন বলেন, ‘তিনি (সাকিব ভাই) কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’
২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। এছাড়াও ২০০৬ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখুন, সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’
আরও পড়ুন:
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে। মেহেদী হাসান মিরাজকে ডাকুন। বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন। বোলিংয়েও যখন উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা, মিরাজ এনে দিচ্ছেন ব্রেকথ্রু। দলের বিপদে ত্রাতা বনে যাওয়া মিরাজের সঙ্গে সাকিব আল হাসানের তুলনাটা আসছে বারবার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিবের অনুপস্থিতিতে ব্যাটিংটা ভালো করবেন মিরাজ। বাংলাদেশ ৭ উইকেটে হারলেও শান্তর আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। বিরুদ্ধ পরিস্থিতিতে মিরাজ লড়ে গেছেন নিজের সাধ্যমত। ভবিষ্যতে সাকিবের ব্যাটিংয়ের অভাব পূরণ করতে পারবেন কি না, মিরাজকে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়। বাংলাদেশের অলরাউন্ডার তখন বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’
মিরপুরে এই টেস্ট দিয়েই সাকিব তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। প্রথম টেস্টের দলে প্রথমে তাঁর নামও ছিল। তবে শেষ মুহূর্তে এসে সাকিবকে বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলতে হয়। সংবাদ সম্মেলনে আজ যখন ‘সাকিবের বিদায়ী টেস্ট’-এর প্রসঙ্গ আসে, মিরাজ তখন বলেন, ‘তিনি (সাকিব ভাই) কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’
২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। এছাড়াও ২০০৬ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখুন, সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’
আরও পড়ুন:
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩২ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে