Ajker Patrika

সুযোগ না পাওয়ায় রহস্যজনক পোস্ট চাহালের

সুযোগ না পাওয়ায় রহস্যজনক পোস্ট চাহালের

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন এমন আশাই করেছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু গতকাল পাঁচ ম্যাচ সিরিজের দলে সুযোগ পাননি ভারতীয় লেগস্পিনার। স্কোয়াডে নিজের নাম না থাকায় নিশ্চয়ই আশাহত হয়েছেন তিনি। তা না হলে এমন রহস্যজনক পোস্ট দেবেন কেন? 

ভারতের দল ঘোষণার পর সামাজিক মাধ্যমে রহস্যজনক এক পোস্ট দিয়েছেন চাহাল। পোস্টে অবশ্য কোনো কিছু লিখেননি ভারতীয় লেগস্পিনার। শুধু একটা ইমোজি ব্যবহার করেছেন। এক হাসির ইমোজিতেই অবশ্য অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর সেই পোস্ট এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তাঁকে এগিয়ে যাওয়ার সাহস এবং আশাহত না হওয়ার পরামর্শও দিচ্ছেন।

হাসির ইমোজি দিয়ে যেন নিজের কষ্টটা আড়াল করতে চেয়েছেন চাহাল। কেননা ঘরের মাটিতে বিশ্বকাপ দলেও সুযোগ পাননি তিনি। তাঁর যখন মাঠে থাকার কথা ছিল সেই তিনিই গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখেছেন। ফাইনালে সতীর্থদের চ্যাম্পিয়ন হতে না পারার হতাশাও দেখলেন। 

বিশ্বকাপ শেষে তাই দলে ফিরবেন এমন আশা করেছিলেন চাহাল। কিন্তু এবারও তাঁর ফেরা হলো না। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার ব্যাপারে উইজডেন ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বুঝতে পেরেছি ১৫ খেলোয়াড়ই এটির অংশ হতে পারে। কারণ এটি বিশ্বকাপ। আপনি ১৭ অথবা ১৮ জন খেলোয়াড় নিতে পারেন না। কষ্ট পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত