বোরহান জাবেদ, ঢাকা
২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পৃথিবী অনেকটা বদলে গেছে। বদলে গেছে ক্রিকেটও। শুধু বদলায়নি নিউজিল্যান্ড! নির্দিষ্ট করে বললে জিমি নিশাম। লর্ডসে সেদিন ইংল্যান্ডের কাছে বাউন্ডারি সংখ্যায় হারটা গভীর ক্ষত হয়ে আছে কিউইদের। ক্ষতটা সবচেয়ে বেশি বোধ হয় নিশামের। পরশু রাতে আবুধাবিতে সেই ইংলিশদের হারিয়ে নিশামের ক্ষতে একটু হলেও প্রলেপ পড়েছে। তাতে আরও একজনের কথা না বললেই নয়—ডেরিল মিচেল। নিশামের প্রলয় নাচন ইনিংসের সঙ্গে মিচেলের হার না মানা ৭২ রানই যে কিউইদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছে।
সুপার ওভারে হারের সেই মুহূর্তে ইংলিশদের উন্মাতাল উচ্ছ্বাসের মাঝে নিশাম হয়তো নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ ভাবছিলেন। আবুধাবিতে প্রকৃতি যখন সেই নিশামকে আবার সামনে নিয়ে এল, তখনো তিনি ডাগআউটে ভাবলেশহীন এক চাহনিতে ডুবে ছিলেন। হয়তো লর্ডসের সেদিনের দুঃসহ স্মৃতিটা আরেকবার হাতড়ে বেড়াচ্ছিলেন। এই নিশামকে দেখে কে বলবে, টুইটারে অমন রসাত্মক একজন। অনেকেই তো মজা করে বলেন, টুইটার সম্রাট নিশাম।
লর্ডসের ফাইনালের পর নিশামের টুইটটা তো সবারই জানা। ইংলিশদের শিরোপাজয়ের যাবতীয় আলোচনা-সমালোচনার মাঝে নিশামের সেই টুইটটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। পরশু ইংলিশদের বিপক্ষে ম্যাচটা শেষ হতেই নিশ্চিতভাবেই সবার চোখ ছিল নিশামের টুইটার প্রোফাইলে। কিছুটা সময় নিলেও হতাশ করেননি তিনি। তাঁর ভাবলেশহীন ছবিটা নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো লেখে, ‘নিশামের কোনো নড়াচড়া নেই।’ পোস্টটি চোখে পড়তেই নিশাম জানালেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না।’
কাজটা যে শেষ হয়নি সেটা বোঝাতে পরে প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের একটি ভিডিও সামনে নিয়ে আসেন নিশাম। ব্রায়ান্টের কাছে এক সংবাদকর্মী জানতে চান, ফাইনালে ২-০–তে এগিয়ে গিয়েও কেন তিনি উদ্যাপন করেননি? ব্রায়ান্ট উত্তর দেন, ‘এখানে খুশির কী আছে? কাজ কি শেষ হয়ে গেছে? আমার তো মনে হয় না।’
এসব দিয়ে যে লর্ডসের অসম্পূর্ণ কাজটার দিকেই ইঙ্গিত করছেন বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ছে না। নিশাম তো ঠিকটাই বোঝাতে চেয়েছেন, আবুধাবিতে ইংলিশদের হারিয়ে লর্ডসের প্রতিশোধ নেওয়া গেলেও আসল কাজটা যে এখনো বাকি।
সেই কাজটা যে শিরোপা জয় তা আর না বললেও চলছে। ফাইনাল হারের ব্যথা কতটা কঠিন, সেটা নিশামের চেয়ে ভালো আর কে জানেন? এই ফাইনালের জন্যই শৈশবের কোচ জেমস গর্ডনকে হারান নিশাম। সেদিন লর্ডসে সুপার ওভারে নিশাম যখন ব্যাটিং করছিলেন, শিষ্যের ম্যাচ দেখার চাপ নিতে না পেরে অনন্তকালের পথে পাড়ি জমান গর্ডন।
নিশাম-মিচেলদের এই দলটাকে নিজের হাতে এক সুতোয় গেঁথেছেন উইলিয়ামসন। যাঁরা জয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়েন না কিংবা পরাজয়ে একেবারে মুষড়ে পড়েন না। এখানে একটু ব্যতিক্রম বোধ হয় মিচেল। লর্ডসের ফাইনালের সময় আন্তর্জাতিক আঙিনায় সবে চার মাস তাঁর। তখন ছিলেন মিডল অর্ডার ব্যাটার। এবারের বিশ্বকাপে প্রমোশন পেয়ে ওপেনিংয়ে উঠে এসেছেন। কোচ গ্যারি স্টিড আর উইলিয়ামসনের আস্থার পুরো প্রতিদান দিয়েছেন এখন পর্যন্ত। তবে নিশামের মতো মিচেলও নিশ্চয়ই জানেন, আসল কাজটা এখনো শেষ হয়নি!
২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পৃথিবী অনেকটা বদলে গেছে। বদলে গেছে ক্রিকেটও। শুধু বদলায়নি নিউজিল্যান্ড! নির্দিষ্ট করে বললে জিমি নিশাম। লর্ডসে সেদিন ইংল্যান্ডের কাছে বাউন্ডারি সংখ্যায় হারটা গভীর ক্ষত হয়ে আছে কিউইদের। ক্ষতটা সবচেয়ে বেশি বোধ হয় নিশামের। পরশু রাতে আবুধাবিতে সেই ইংলিশদের হারিয়ে নিশামের ক্ষতে একটু হলেও প্রলেপ পড়েছে। তাতে আরও একজনের কথা না বললেই নয়—ডেরিল মিচেল। নিশামের প্রলয় নাচন ইনিংসের সঙ্গে মিচেলের হার না মানা ৭২ রানই যে কিউইদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছে।
সুপার ওভারে হারের সেই মুহূর্তে ইংলিশদের উন্মাতাল উচ্ছ্বাসের মাঝে নিশাম হয়তো নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ ভাবছিলেন। আবুধাবিতে প্রকৃতি যখন সেই নিশামকে আবার সামনে নিয়ে এল, তখনো তিনি ডাগআউটে ভাবলেশহীন এক চাহনিতে ডুবে ছিলেন। হয়তো লর্ডসের সেদিনের দুঃসহ স্মৃতিটা আরেকবার হাতড়ে বেড়াচ্ছিলেন। এই নিশামকে দেখে কে বলবে, টুইটারে অমন রসাত্মক একজন। অনেকেই তো মজা করে বলেন, টুইটার সম্রাট নিশাম।
লর্ডসের ফাইনালের পর নিশামের টুইটটা তো সবারই জানা। ইংলিশদের শিরোপাজয়ের যাবতীয় আলোচনা-সমালোচনার মাঝে নিশামের সেই টুইটটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। পরশু ইংলিশদের বিপক্ষে ম্যাচটা শেষ হতেই নিশ্চিতভাবেই সবার চোখ ছিল নিশামের টুইটার প্রোফাইলে। কিছুটা সময় নিলেও হতাশ করেননি তিনি। তাঁর ভাবলেশহীন ছবিটা নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো লেখে, ‘নিশামের কোনো নড়াচড়া নেই।’ পোস্টটি চোখে পড়তেই নিশাম জানালেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না।’
কাজটা যে শেষ হয়নি সেটা বোঝাতে পরে প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের একটি ভিডিও সামনে নিয়ে আসেন নিশাম। ব্রায়ান্টের কাছে এক সংবাদকর্মী জানতে চান, ফাইনালে ২-০–তে এগিয়ে গিয়েও কেন তিনি উদ্যাপন করেননি? ব্রায়ান্ট উত্তর দেন, ‘এখানে খুশির কী আছে? কাজ কি শেষ হয়ে গেছে? আমার তো মনে হয় না।’
এসব দিয়ে যে লর্ডসের অসম্পূর্ণ কাজটার দিকেই ইঙ্গিত করছেন বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ছে না। নিশাম তো ঠিকটাই বোঝাতে চেয়েছেন, আবুধাবিতে ইংলিশদের হারিয়ে লর্ডসের প্রতিশোধ নেওয়া গেলেও আসল কাজটা যে এখনো বাকি।
সেই কাজটা যে শিরোপা জয় তা আর না বললেও চলছে। ফাইনাল হারের ব্যথা কতটা কঠিন, সেটা নিশামের চেয়ে ভালো আর কে জানেন? এই ফাইনালের জন্যই শৈশবের কোচ জেমস গর্ডনকে হারান নিশাম। সেদিন লর্ডসে সুপার ওভারে নিশাম যখন ব্যাটিং করছিলেন, শিষ্যের ম্যাচ দেখার চাপ নিতে না পেরে অনন্তকালের পথে পাড়ি জমান গর্ডন।
নিশাম-মিচেলদের এই দলটাকে নিজের হাতে এক সুতোয় গেঁথেছেন উইলিয়ামসন। যাঁরা জয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়েন না কিংবা পরাজয়ে একেবারে মুষড়ে পড়েন না। এখানে একটু ব্যতিক্রম বোধ হয় মিচেল। লর্ডসের ফাইনালের সময় আন্তর্জাতিক আঙিনায় সবে চার মাস তাঁর। তখন ছিলেন মিডল অর্ডার ব্যাটার। এবারের বিশ্বকাপে প্রমোশন পেয়ে ওপেনিংয়ে উঠে এসেছেন। কোচ গ্যারি স্টিড আর উইলিয়ামসনের আস্থার পুরো প্রতিদান দিয়েছেন এখন পর্যন্ত। তবে নিশামের মতো মিচেলও নিশ্চয়ই জানেন, আসল কাজটা এখনো শেষ হয়নি!
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে