Ajker Patrika

‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করলে ভুল হবে’ 

‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করলে ভুল হবে’ 

বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবরে। প্রায় দুই মাস বাকি থাকলেও আইসিসির ইভেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিরাপদ মনে করছেন না। 

বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশে সরকার পতন হয়েছে ৫ আগস্ট। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয়েছে। তবে দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অস্ট্রেলিয়া সরকার এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির ওপর ছেড়ে দিচ্ছেন হিলি। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশ) খেলা কেমন হবে, সেটা আমি বুঝতে পারছি না। হয়তো এটা ভুল একটা কাজ হবে বলে মনে হচ্ছে। তবে এটা আমি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছি।’ 

জুলাই থেকে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা। মাসব্যাপী চলা এই আন্দোলনে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন অসংখ্য মানুষ। সামাজিক মাধ্যম খুললেই দেখা যেত মৃত্যুর খবর ও স্বজনহারা মানুষদের কান্না। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে সরকার পতন আন্দোলনে মারা গেছেন ৬৫০ মানুষ। এখনো আন্দোলনে আহতদের অনেকে মারা যাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হিলি বলেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছে। দেশটা সত্যিই অনেক ভুগছে এখন। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সাহায্য করতে এখন সবাইকে প্রয়োজন।’ 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করেছে আইসিসি। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ আয়োজনের কথা নাকচ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা—এশিয়ার এই দুই দেশকে ভাবা হচ্ছে আইসিসির ইভেন্টটি আয়োজনের বিকল্প ভেন্যু। জিম্বাবুয়েও আগ্রহ প্রকাশ করেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। আইসিসি শিগগিরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে। 

সরকার পতনের পর নাজমুল হাসান পাপনের সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। কারণ সেই সংসদ দ্রুতই ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। তখন যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন পাপন। পাপনের পরিবর্তে এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত