Ajker Patrika

ওয়ানডে দলে তামিমের জায়গায় রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২১: ০৮
ওয়ানডে দলে তামিমের জায়গায় রনি

আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের আচমকা অবসরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

রনি অবশ্য দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। টি-টোয়েন্টি দলের সদস্য নাসুম আহমেদ-শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে আজ সকালে চট্টগ্রাম যান তিনি। তামিমের অবসরে ওয়ানডে দলে বিকল্প ওপেনার আর কেউ নেই। এ জন্যই রনিকে দলে নেওয়া হয়েছে। বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকেও দলে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। লম্বা সময় পর দলে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অভিষেকও হয় তাঁর। তবে অভিষেক ম্যাচটা ভুলে যেতে চাইবেন রনি। আউট হন ১৪ বলে ৪ রান করে।

এক সিরিজ পরেই অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রনিকে রাখা হয়নি। তামিমের আকস্মিক অবসর শেষ পর্যন্ত আবার তাঁর দরজা খুলে দিয়েছে।

সিরিজের প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত