Ajker Patrika

পাকিস্তান ক্রিকেটে কোন ভূমিকায় ফিরছেন আর্থার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১২: ১৭
পাকিস্তান ক্রিকেটে কোন ভূমিকায় ফিরছেন আর্থার

পাকিস্তান ক্রিকেটে মিকি আর্থার নিয়ে আলাপ-আলোচনা চলছে অনেক দিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোন দায়িত্বে তিনি ফিরছেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশা এবার কেটে গেছে। পাকিস্তানের নতুন টিম ডিরেক্টর হচ্ছেন আর্থার।

আর্থারের টিম ডিরেক্টর পদে পিসিবির নিয়োগের ব্যাপারটা একটু অদ্ভুতুড়ে। এই দক্ষিণ আফ্রিকানকে পিসিবি চাইলেও সব সময় পাবে না। একই সঙ্গে ডার্বিশায়ারের পূর্ণকালীন কোচের দায়িত্বেও থাকবেন আর্থার। তাই ইংলিশ কাউন্টি ও আন্তর্জাতিক ক্রিকেট একই সঙ্গে চললে আর্থার ব্যস্ত থাকবেন কাউন্টি নিয়েই।

পাকিস্তানের গণমাধ্যমের দাবি, পাকিস্তান দলে কোনো প্রধান কোচ থাকবেন না। উপরন্তু পিসিবি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—এই তিন বিভাগের জন্য সহকারী কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন পাকিস্তানের সহকারী কোচের দায়িত্ব নিতে পারেন। এর আগে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন।

আর্থার সম্ভবত এপ্রিলে লাহোরে পৌঁছবেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। জুলাইয়ে পাকিস্তানের শ্রীলঙ্কা সফর এবং সেপ্টেম্বরে এশিয়া কাপে আবার না থাকার সম্ভাবনা আর্থারের। তবে ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এর আগে ২০১৬ থেকে ২০১৯—এই তিন বছর পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। তাঁর অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। তবে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে বিদায় নেন আর্থার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত