Ajker Patrika

জিম্বাবুয়েকে উড়িয়ে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়

জিম্বাবুয়েকে উড়িয়ে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সঙ্গে প্রাণপণ লড়াই করেও জিততে পারেনি আয়ারল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল আইরিশরা। হারারেতে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জিতল আয়ারল্যান্ড। 

১৪১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভেঙে যায় আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে ওপেনার পল স্টার্লিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রিচার্ড এনগারাভা। ৪ বলে ৬ রান করা স্টার্লিং বিদায় নিলে আইরিশদের স্কোর হয়ে যায় ১ ওভারে ১ উইকেটে ৮ রান। এভাবেই আয়ারল্যান্ডের নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন জিম্বাবুয়ের বোলাররা। ৭ ওভারে ৪ উইকেটে ৩৭ রান হয়ে যায় আয়ারল্যান্ডের। 

৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে ব্যাটিংয়ে আসেন জর্জ ডকরেল। চার নম্বরে নামা হ্যারি টেক্টরের সঙ্গে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন ডকরেল। ডকরেল আক্রমণাত্মক ব্যাটিং করলেও ধীরেসুস্থে ব্যাটিং করছিলেন টেক্টর। পঞ্চম উইকেটে টেক্টর-ডকরেলের ৭০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৮ বল বাকি রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ১৯ তম ওভারের চতুর্থ বলে এনগারাভাকে মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে আইরিশদের জয় নিশ্চিত করেন ছাড়েন ডকরেল। যা কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বিদেশের মাঠে আয়ারল্যান্ডের প্রথম সিরিজ জয়। ৩২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডকরেল। ৩টি করে চার ও ছক্কা মারেন আইরিশ এই অলরাউন্ডার। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন টেক্টর। ৪৫ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মারেন তিনি। এটা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ১২৬ রান করে সিরিজসেরা হয়েছেন টেক্টর। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং। প্রথমে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৪০ রান। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়ান বার্ল। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন জশ লিটল, গ্যারেথ ডেলানি ও ক্রেগ ইয়ং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত