নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। বাংলাদেশ কখনোই এত রান তাড়া করে জেতেনি। সর্বোচ্চ ২১৫ রান তাড়ার রেকর্ড আছে বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৯ সালের জুলাইয়ে। এই তথ্যই বলে দিচ্ছে কাজটা কতটা কঠিন।
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মানছেন কাজটা সহজ নয়। তবু কাল দিন শেষে সুজন জানিয়েছেন এখনো আশা ছাড়েনি বাংলাদেশ, ‘জানি কঠিন। কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। সারা দিন যদি আমরা ব্যাট করলে অবশ্যই ম্যাচ জেতার চান্স থাকবে। প্রথম কথা হচ্ছে কাল(আজ) সকালে কেমনভাবে শুরু করি। এখনো বেঞ্চে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক-শান্ত উইকেটে। এরপরে লিটন ও ইয়াসির আছে।’
উইকেটে স্পিন ধরেছে দ্বিতীয় দিন থেকেই। আজ পঞ্চম দিনেও উইকেট স্পিনারদের বাড়তি সহায়তা দেবে। এই উইকেটে তাই ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। আর ইতিহাস গড়তে চাইলে এই পরীক্ষায় সফলভাবে উতরে যেতে হবে। সুজন অবশ্য মনে করেন এখনো সুযোগ আছে, ‘এখনো আমাদের সুযোগ আছে। জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনো আমরা জেতার আশা ছাড়ছি না।’
দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন মুশফিকুর রহিম। আজ মঞ্চ প্রস্তুত বাকিটা মুশফিকের ওপর। ছন্দে না থাকলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে ভালো কিছুর প্র্যতাশা সুজনের,‘মুশিতো আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ওর থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেটা জানে। শান্ত আছে, লিটন আছে, রাব্বি আছে, মিরাজ আছে। সবার সক্ষমতা আছে । আমি এখনো আশাবাদী। আমরা যদি পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি তাহলে সম্ভব। এই ম্যাচে ড্র হওয়ার সম্ভাবনা কম,জিতব , নয়তো হারব।’
ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। বাংলাদেশ কখনোই এত রান তাড়া করে জেতেনি। সর্বোচ্চ ২১৫ রান তাড়ার রেকর্ড আছে বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৯ সালের জুলাইয়ে। এই তথ্যই বলে দিচ্ছে কাজটা কতটা কঠিন।
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মানছেন কাজটা সহজ নয়। তবু কাল দিন শেষে সুজন জানিয়েছেন এখনো আশা ছাড়েনি বাংলাদেশ, ‘জানি কঠিন। কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। সারা দিন যদি আমরা ব্যাট করলে অবশ্যই ম্যাচ জেতার চান্স থাকবে। প্রথম কথা হচ্ছে কাল(আজ) সকালে কেমনভাবে শুরু করি। এখনো বেঞ্চে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক-শান্ত উইকেটে। এরপরে লিটন ও ইয়াসির আছে।’
উইকেটে স্পিন ধরেছে দ্বিতীয় দিন থেকেই। আজ পঞ্চম দিনেও উইকেট স্পিনারদের বাড়তি সহায়তা দেবে। এই উইকেটে তাই ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। আর ইতিহাস গড়তে চাইলে এই পরীক্ষায় সফলভাবে উতরে যেতে হবে। সুজন অবশ্য মনে করেন এখনো সুযোগ আছে, ‘এখনো আমাদের সুযোগ আছে। জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনো আমরা জেতার আশা ছাড়ছি না।’
দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন মুশফিকুর রহিম। আজ মঞ্চ প্রস্তুত বাকিটা মুশফিকের ওপর। ছন্দে না থাকলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে ভালো কিছুর প্র্যতাশা সুজনের,‘মুশিতো আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ওর থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেটা জানে। শান্ত আছে, লিটন আছে, রাব্বি আছে, মিরাজ আছে। সবার সক্ষমতা আছে । আমি এখনো আশাবাদী। আমরা যদি পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি তাহলে সম্ভব। এই ম্যাচে ড্র হওয়ার সম্ভাবনা কম,জিতব , নয়তো হারব।’
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
৫ ঘণ্টা আগে