Ajker Patrika

বিশ্বে বুমরার বদলি কেউ নেই, বলছেন ওয়াটসন

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৫: ১০
বিশ্বে বুমরার বদলি কেউ নেই, বলছেন ওয়াটসন

পিঠের চোটে আক্রান্ত জাসপ্রীত বুমরার বিশ্বকাপে খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। বুমরার চোট নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার ভারতীয় এই পেসারকে নিয়ে কথা বলেছেন শেন ওয়াটসন। তাঁর মতে, বিশ্বে বুমরার বদলি কেউ নেই। তাঁর না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতির।

ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে এসে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘শুধু ভারত নয়, বিশ্বে বুমরার বদলি কেউ নেই। রক্ষণাত্মক বোলারদের খুঁজে পাওয়া কঠিন হতে যাচ্ছে, যারা শেষ দিকে ম্যাচকে টান টান পর্যায়ে নিয়ে আসতে পারে। এটি সত্যিই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি টুর্নামেন্টের শেষ দিকে যেতে চায়, তাহলে অবশ্যই কিছু ফার্স্ট বোলারকে এগিয়ে আসতে হবে এবং দলকে সহায়তা করতে হবে।’

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ওয়াটসন আরও বলেছেন, ‘যদি বুমরা সুস্থ না হয় ও বিশ্বকাপে খেলতে না পারে, তবে ভারতের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া কঠিন হবে। শুধু ভারতের নয়, বিশ্বের যেকোনো আক্রমণাত্মক ও রক্ষণাত্মক বোলারের মধ্যে সে ভালো। তার অবিশ্বাস্য এক দক্ষতা আছে। তার না খেলাটা ভারতের জন্য বিশাল ক্ষতির হবে।’

নিজের খেলোয়াড়ি জীবনে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন ছিলেন ওয়াটসন। সব সংস্করণ মিলে ৩০৭ ম্যাচে ১০৯৫০ রান করেছেন তিনি। সঙ্গে ২৯১টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত