Ajker Patrika

বাংলাদেশ সিরিজের দলটিই রেখে দিল ভারত

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৬: ০৯
বাংলাদেশ সিরিজের দলটিই রেখে দিল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। চোটের কারণে এই সিরিজেও নেই পেসার মোহাম্মদ শামি। আর অধিনায়ক রোহিত শর্মার সহকারী করা হয়েছে জসপ্রীত বুমরাকে। 

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের পর থেকে ভারতের জার্সিতে দেখা যায়নি শামিকে। চোট থেকে এখনো সেরে না ওঠায় কিউইদের বিপক্ষে সিরিজেও নেই তিনি। 

গত মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সেই সিরিজের সেই দলের মধ্যে নেই শুধু যশ দয়াল। অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি পেসার বাংলাদেশ সিরিজে ছিলেন ১৬তম সদস্য হিসেবে। তাঁকে বাদ দিয়েই কিউইদের বিপক্ষে একই দল ঘোষণা করেছে ভারত। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হারশিৎ রানা, মায়াঙ্ক যাদব ও প্রসিধ কৃষ্ণাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। তাঁদের সঙ্গে আছেন অলরাউন্ডার নিতিশ রেড্ডিও। দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর থেকে, বেঙ্গালুরুতে। 

ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত