Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না উইন্ডিজ 

বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না উইন্ডিজ 

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে এই দুই শহরে হারের পর কাল শারজায় বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদেরও শুরুটা ভালো হয়নি। বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও হেরেছে তাদের প্রথম দুই ম্যাচে। তবে আজ সংবাদ সম্মেলনে দলের অভিজ্ঞ ব্যাটার নিকোলাস পুরান অবশ্য বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন। 

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচ হেরেছিল ইংল্যান্ডের কাছে, পরেরটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কাল তৃতীয়টিতে বাংলাদেশের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে পুরান জানালেন বাংলাদেশের বিপক্ষে জিততে তাঁরা আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। এটা শুধুই একটা ম্যাচ যেখানে জিততে পারে যেকোনো দল। কিন্তু এটা আমাদের জন্য বাঁচামরার ম্যাচ। আমরা বিশ্বাস করে আগামীকালের ম্যাচের ফল আমাদের পক্ষেই আসবে।’ 

আগের দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজ খেলেছে দুবাইয়ে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শারজায়। পুরান জানালেন এই উইকেট সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই। তবে এসব নিয়ে তাঁরা ভাবছে না। তাঁদের ভাবনা শুধু পরিকল্পনা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করা। এই প্রসঙ্গে পুরান বললেন, ‘আগামীকাল শারজার উইকেট কেমন হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত নই। কিন্তু সত্যি বলতে শারজার ছোট বাউন্ডারির দিকে আমাদের মনোযোগ নেই। প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে পরিকল্পনার ঘাটতি ছিল। কালকের ম্যাচে আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই। আর সেটা যদি আমরা করতে পারি, ম্যাচের ফল আমাদের দিকেই থাকবে।’ 

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়েছিল কাইরন পোলার্ডের দল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যাটিংটা ভালো হয়নি। নিজেদের এই ব্যর্থতার মেনে নিয়েই কালকের ম্যাচকে পাখির চোখ করেছেন পুরান, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি। ব্যাটার হিসেবে ও দল হিসেবে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। এরই মধ্যে আমরা সেটা মেনেও নিয়েছি। এখন আমরা তাই সামনের দিকে তাকিয়ে আছি। আমি আশাবাদী আমরা ভালো কিছু করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত