Ajker Patrika

ওয়ার্নারদের একাদশে কোচ, খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
ড্যান ক্রিস্টিয়ান। ছবি: সংগৃহীত
ড্যান ক্রিস্টিয়ান। ছবি: সংগৃহীত

দুই বছর আগে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ান বর্তমানে কাজ করছেন বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের সহকারী কোচ হিসেবে। তবে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের হঠাৎ চোটে পড়ায় অবসর ভেঙে মাঠে নেমে গেলেন সেই ক্রিস্টিয়ানই!

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের সেমিফাইনালের পর অবসরের ঘোষণা দেন ক্রিস্টিয়ান। এরপর সিডনির সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। গত শুক্রবার পার্থের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান সিডনির ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। আগেই চোটের কারণে স্কোয়াডের বাইরে ছিলেন চার ক্রিকেটার। সব মিলিয়ে ৬ ক্রিকেটারের চোটে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল সিডনি।

দুঃসময়ে তাই ডাগআউট ছেড়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন ক্রিস্টিয়ান। দুই বছর পর ব্রিসবেনের বিপক্ষে পেশাদার ক্রিকেট খেলতে নেমে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ ছক্কায় ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতেও পূর্ণ ৪ ওভার করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

আজকের খেলা

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

সকাল ৭টা, সরাসরি

সনি টেন ৫

বিগ ব্যাশ লিগ

সিডনি থান্ডার-হোবার্ট হারিকেনস

বেলা ২টা ১৫ মি., সরাসরি

স্টার স্পোর্টস ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত