Ajker Patrika

যুব বিশ্বকাপ খেলেই ‘বেবি এবির’ দাম ৩ কোটি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২১
যুব বিশ্বকাপ খেলেই ‘বেবি এবির’ দাম ৩ কোটি

২০১৮ সালে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স গত বছরের নভেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। ঠিক এর আগের মাসেই পাদপ্রদীপের আলোয় আসেন এবিডির এক উত্তরসূরি। নাম তাঁর ডিওয়াল্ড ব্রেভিস—১৮ বয়সী এই ক্রিকেটার ডি ভিলিয়ার্সকে শুধু অনুসরণ নয়; হুবহু অনুকরণ করেন। 

প্রোটিয়া ক্রিকেটে ব্রেভিস তাই দ্রুতই পরিচিতি পান ‘বেবি এবি’ নামে। সেই পরিচিতি এখন বিশ্বময় হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুবাদে। ভবিষ্যৎ তারকা তৈরির সবচেয়ে বড় মঞ্চে প্রায় সব আলো একাই কেড়ে নিয়েছেন ব্রেভিস। ৫০৬ রান করে এই তরুণই এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বাধিক ছক্কা, সবচেয়ে বেশি ফিফটি ও আউট হওয়া ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড়ের মালিকও ব্রেভিস। 

গতকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আবার আলোচনায় ব্রেভিস। ২০ লাখ ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। নিলাম থেকে তাঁকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ব্রেভিসকে কিনতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। 

নিলাম থেকে ব্রেভিসকে কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে মুম্বাই। সেখানে লিখেছে, ‘অবিশ্বাস্য মেধাবী। ভবিষ্যৎ তারকা। বেবি এবিকে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে দেখতে উন্মুখ হয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত