Ajker Patrika

ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯: ৫২
ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টেও টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রত্যাশামতো আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এনেছে। 

তিন স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশে দল। তাইজুল ইসলাম, নাইম হাসান ও মেহেদী হাসান মিরাজ আছেন স্পিন আক্রমণে। পেস বোলিংয়ে আছেন শরীফুল ইসলাম। কম্বিনেশনে তেমন পরিবর্তন আনবেন না বলে গতকালই জানিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

১০ বছর পর মিরপুরে টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে এই মাঠে দুটি টেস্ট হয়েছিল, সেই দুই ম্যাচ হয়েছিল ড্র। সিলেট টেস্ট জয়ের পর সিরিজ জেতারও দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। মিরপুর টেস্টে বাংলাদেশ জিতলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে।

তবে নিউজিল্যান্ড একাদশে মিচেল স্যান্টনারকে নিয়ে মাঠে নামছে। বাদ পড়েছেন ইশ সোধি। তারা অবশ্য দুই পেসার নিয়েই খেলছে। পাশাপাশি স্যান্টনার, এজাজ প্যাটেল, স্পিন অলরাউন্ডার হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারী দল।

বাংলাদেশের একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। 

নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত