অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন।
পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেন পোড়ালে পানি উৎপন্ন হয় বলে পরিবেশের কোনো ক্ষতির কারণ হয় না।
গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।
গবেষণা দলের সহ-প্রধান অধ্যাপক শিজং কিয়াও বলেন, ‘আমরা প্রায় শতভাগ দক্ষতার সঙ্গে সমুদ্রের পানিকে অক্সিজেন ও হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনা মূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি।’
বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করার পদ্ধতিকেই ইলেকট্রোলাইসিস বলা হয়।
ইলেকট্রোলাইসিস পদ্ধতি প্রয়োগের আগে সমুদ্রের পানি সাধারণত বিশুদ্ধ করার প্রয়োজন হয়। গবেষক দলটি জানিয়েছে, সাধারণত পানিতে প্লাটিনাম ও ইরিডিয়াম অনুঘটক প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে নিলে যে ফল পাওয়া যেত, একই ফলাফল ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে কোবাল্ট অক্সাইড ব্যবহার করে পাওয়া গেছে।
স্বাদুপানির তুলনায় সমুদ্রের পানি থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এ ছাড়া কোনো প্রকারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটা কমে আসবে।
গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো, একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাঁরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন।
পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেন পোড়ালে পানি উৎপন্ন হয় বলে পরিবেশের কোনো ক্ষতির কারণ হয় না।
গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।
গবেষণা দলের সহ-প্রধান অধ্যাপক শিজং কিয়াও বলেন, ‘আমরা প্রায় শতভাগ দক্ষতার সঙ্গে সমুদ্রের পানিকে অক্সিজেন ও হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনা মূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি।’
বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করার পদ্ধতিকেই ইলেকট্রোলাইসিস বলা হয়।
ইলেকট্রোলাইসিস পদ্ধতি প্রয়োগের আগে সমুদ্রের পানি সাধারণত বিশুদ্ধ করার প্রয়োজন হয়। গবেষক দলটি জানিয়েছে, সাধারণত পানিতে প্লাটিনাম ও ইরিডিয়াম অনুঘটক প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে নিলে যে ফল পাওয়া যেত, একই ফলাফল ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে কোবাল্ট অক্সাইড ব্যবহার করে পাওয়া গেছে।
স্বাদুপানির তুলনায় সমুদ্রের পানি থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এ ছাড়া কোনো প্রকারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটা কমে আসবে।
গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো, একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাঁরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে।
চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। প্রতি বছর গড়ে ১ দশমিক ৫ ইঞ্চি বা ৩ দশমিক ৮ সেন্টিমিটার হারে। এই পরিবর্তন অত্যন্ত ধীর, তবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা তা নিখুঁতভাবে পরিমাপ করতে সক্ষম হয়েছেন।
২১ ঘণ্টা আগেচীনের পাহাড়ি অঞ্চলের গভীরে নির্মিত একটি গবেষণা কেন্দ্র হয়তো উন্মোচন করতে চলেছে মহাবিশ্বের অজানা রহস্য। বহু বছর ধরে পদার্থবিদেরা রহস্যময় ‘ঘোস্ট পার্টিকল’ বা নিউট্রিনো নিয়ে বিভ্রান্ত ছিলেন। এই কণাগুলো বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ উপ-পারমাণবিক কণা এবং এগুলোকে বিদ্যুৎ বা চৌম্বক বল দিয়ে ধরা যায় না।
২ দিন আগেসৌর ব্যতিচার বা সান আউটেজ হলো একটি সাধারণ মহাজাগতিক ঘটনা, যেখানে পৃথিবী ও একটি জিওস্টেশনারি স্যাটেলাইটের মধ্যবর্তী সরলরেখায় সূর্য চলে আসে। ফলে স্যাটেলাইট সিগন্যালে সাময়িক বাধা সৃষ্টি হয়। এ সময় সূর্য থেকে আসা বিকিরণ স্যাটেলাইট অ্যানটেনা ও আর্থ স্টেশনকে (ভূ-কেন্দ্র) ক্ষতিগ্রস্ত করে।
২ দিন আগেচারদিকে দ্বীপ আর সমুদ্রঘেরা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৪০ হাজার বছর আগে মানুষ কেবল টিকে থাকছিল না, বরং তারা গভীর সমুদ্রে গিয়ে শিকার করছিল বড়সড়, দ্রুতগতির মাছ। যেমন: টুনা ও হাঙর। এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে নতুন এক গবেষণায়।
২ দিন আগে