Ajker Patrika

পৃথিবীর আকাশে দেখা দিল ‘বাক মুন’

পৃথিবীর আকাশে দেখা দিল ‘বাক মুন’

জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।

জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়। 

এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে। 

২ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামের পেছনে ওঠা ‘বাক মুন’রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়। 

দুবাইয়ে মসজিদের মিনারের অর্ধচন্দ্রের পেছনে ওঠা ‘বাক মুন’ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়। 

মেসিডোনিয়ার স্কোপজেতে দেখা দেওয়া নীল চাঁদবহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।

নিউইয়র্কে দেখা গেছে ‘বাক মুন’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত