পৃথিবীকে ঘিরে থাকা তীব্র তেজস্ক্রিয় অঞ্চল পাড়ি দিয়ে রেকর্ড গড়ল নাসার পরীক্ষামূলক তেজস্ক্রিয় সহনশীল কম্পিউটার (র্যাডপিসি)। কম্পিউটারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করতে পারে এবং মহাকাশ ভ্রমণের সময় ঠিকভাবে কাজ করে। এটি ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোর জন্য উপকারী হবে।
নাসার এই বিশেষ কম্পিউটারটি ভ্যান অ্যালেন বেল্ট সফলভাবে পাড়ি দিয়েছে। ভ্যান অ্যালেন বেল্ট হলো পৃথিবীকে ঘিরে থাকা দুটি তেজস্ক্রিয় অঞ্চল। পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার ওপরে অবস্থান করে এই দুটি অঞ্চল। পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র মাধ্যমে এটি সৃষ্টি হয়। সৌর রশ্মি এবং মহাশূন্য থেকে আসা অন্যান্য বিপজ্জনক তেজস্ক্রিয় বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে ভ্যান অ্যালেন বেল্ট।
১৯৫৮ সালে মহাকাশে এক্সপ্লোরার ১ স্যাটেলাইট পাঠানোর পর এই বেল্টগুলো সম্পর্কে তথ্য পান মহাকাশ বিজ্ঞানী জেমস ভ্যান অ্যালেন। আর তাঁর নামানুসারে এই দুই অঞ্চলের নাম রাখা হয়।
গত ১৫ জানুয়ারি স্পেসএক্স ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় কম্পিউটারটি। নাসা এই যন্ত্রটি পাঠানোর জন্য ফায়ারফ্লাই অ্যারোস্পেসের একটি মিশনের সাহায্য নেয়। ‘ব্লু ঘোস্ট’ নামের একটি মহাকাশযান চাঁদে অবতরণ করানোই হলো এই মিশনের মূল্য লক্ষ্য।
চাঁদে যাওয়ার আগে তিন সপ্তাহের বেশি সময় পৃথিবীর কক্ষপথে অবস্থান করে ব্লু ঘোস্ট। এই সময়ে এটি ভ্যান অ্যালেন বেল্টের মধ্য দিয়ে চলছিল, যা র্যাডপিসির জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, তেজস্ক্রিয়তা এবং কম্পিউটার একসঙ্গে কাজ করতে পারে না। একটি উচ্চশক্তির কণা কম্পিউটারের জন্য ‘সিঙ্গেল ইভেন্ট ইফেক্ট’ তৈরি করতে পারে, যার ফলে ডিভাইসের ডেটায় ত্রুটি দেখা দিতে পারে। এটি কম্পিউটার ক্র্যাশে এবং ডিভাইসের স্থায়ী ক্ষতিতে ভূমিকা রাখতে পারে।
কম্পিউটারের ওপর মানুষ দিন দিন আরও বেশি নির্ভরশীল হচ্ছে। আর মহাকাশে এই যন্ত্রগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই নাসা এমন শক্তিশালী কম্পিউটার তৈরি করতে চায়, যা মহাকাশে অনায়াসে ভ্রমণ করতে পারবে। এ জন্য র্যাডপিসি কম্পিউটারটির তৈরি করছে সংস্থাটি।
এটি তেজস্ক্রিয়ার বিরুদ্ধে তিন গুণ বেশি প্রতিরোধী বলে দাবি করছেন নাসার বিজ্ঞানীরা এবং ইতিমধ্যে এর কিছু প্রোটোটাইপ কক্ষপথে পাঠানো হয়েছে। র্যাডপিসি একটি মাইক্রোকন্ট্রোলার এর মাধ্যমে হার্ডওয়্যার ত্রুটি সারিয়ে তোলে।
নাসার বলছে, র্যাডপিসি এমন একটি প্রযুক্তি, যা তেজস্ক্রিয় রশ্মির আক্রমণ ঘটলে এটি ত্রুটির অবস্থান চিহ্নিত করে এবং ব্যাকগ্রাউন্ডে সমস্যাটি সারিয়ে তোলে।
এ ছাড়া, র্যাডপিসিতে তিনটি ডোজিমিটার রয়েছে, যা ব্লু ঘোস্টের মাধ্যমে পৃথিবীর চুম্বকীয় পরিবেশ এবং সৌর বায়ু সম্পর্কিত তথ্য সংগ্রহে সহায়তা করবে।
এ ছাড়া, এই যন্ত্রগুলো চাঁদেও কাজ করবে এবং সেখানকার তেজস্ক্রিয় পরিবেশ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে, যা ভবিষ্যতের মানব মহাকাশ মিশনগুলোর জন্য সহায়ক হতে পারে।
এর আগে, ব্লু ঘোস্টকে সফলভাবে চাঁদে পৌঁছাতে হবে। ফায়ারফ্লাই আশা করছে, ব্লু ঘোস্ট ২ মার্চ চাঁদে অবতরণ করবে এবং ১৪ দিন টানা চলতে থাকবে, তারপর চাঁদের রাত্রির মুখোমুখি হতে হবে।
ল্যান্ডারটি চাঁদের কক্ষপথে পৌঁছাতে চার দিন সময় নেবে। এরপর ১৬ দিন দিন ধরে উপগ্রহটির চারপাশে ঘুরে ২ মার্চে চাঁদে অবতরণ করবে।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
পৃথিবীকে ঘিরে থাকা তীব্র তেজস্ক্রিয় অঞ্চল পাড়ি দিয়ে রেকর্ড গড়ল নাসার পরীক্ষামূলক তেজস্ক্রিয় সহনশীল কম্পিউটার (র্যাডপিসি)। কম্পিউটারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করতে পারে এবং মহাকাশ ভ্রমণের সময় ঠিকভাবে কাজ করে। এটি ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোর জন্য উপকারী হবে।
নাসার এই বিশেষ কম্পিউটারটি ভ্যান অ্যালেন বেল্ট সফলভাবে পাড়ি দিয়েছে। ভ্যান অ্যালেন বেল্ট হলো পৃথিবীকে ঘিরে থাকা দুটি তেজস্ক্রিয় অঞ্চল। পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার ওপরে অবস্থান করে এই দুটি অঞ্চল। পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র মাধ্যমে এটি সৃষ্টি হয়। সৌর রশ্মি এবং মহাশূন্য থেকে আসা অন্যান্য বিপজ্জনক তেজস্ক্রিয় বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে ভ্যান অ্যালেন বেল্ট।
১৯৫৮ সালে মহাকাশে এক্সপ্লোরার ১ স্যাটেলাইট পাঠানোর পর এই বেল্টগুলো সম্পর্কে তথ্য পান মহাকাশ বিজ্ঞানী জেমস ভ্যান অ্যালেন। আর তাঁর নামানুসারে এই দুই অঞ্চলের নাম রাখা হয়।
গত ১৫ জানুয়ারি স্পেসএক্স ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় কম্পিউটারটি। নাসা এই যন্ত্রটি পাঠানোর জন্য ফায়ারফ্লাই অ্যারোস্পেসের একটি মিশনের সাহায্য নেয়। ‘ব্লু ঘোস্ট’ নামের একটি মহাকাশযান চাঁদে অবতরণ করানোই হলো এই মিশনের মূল্য লক্ষ্য।
চাঁদে যাওয়ার আগে তিন সপ্তাহের বেশি সময় পৃথিবীর কক্ষপথে অবস্থান করে ব্লু ঘোস্ট। এই সময়ে এটি ভ্যান অ্যালেন বেল্টের মধ্য দিয়ে চলছিল, যা র্যাডপিসির জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, তেজস্ক্রিয়তা এবং কম্পিউটার একসঙ্গে কাজ করতে পারে না। একটি উচ্চশক্তির কণা কম্পিউটারের জন্য ‘সিঙ্গেল ইভেন্ট ইফেক্ট’ তৈরি করতে পারে, যার ফলে ডিভাইসের ডেটায় ত্রুটি দেখা দিতে পারে। এটি কম্পিউটার ক্র্যাশে এবং ডিভাইসের স্থায়ী ক্ষতিতে ভূমিকা রাখতে পারে।
কম্পিউটারের ওপর মানুষ দিন দিন আরও বেশি নির্ভরশীল হচ্ছে। আর মহাকাশে এই যন্ত্রগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই নাসা এমন শক্তিশালী কম্পিউটার তৈরি করতে চায়, যা মহাকাশে অনায়াসে ভ্রমণ করতে পারবে। এ জন্য র্যাডপিসি কম্পিউটারটির তৈরি করছে সংস্থাটি।
এটি তেজস্ক্রিয়ার বিরুদ্ধে তিন গুণ বেশি প্রতিরোধী বলে দাবি করছেন নাসার বিজ্ঞানীরা এবং ইতিমধ্যে এর কিছু প্রোটোটাইপ কক্ষপথে পাঠানো হয়েছে। র্যাডপিসি একটি মাইক্রোকন্ট্রোলার এর মাধ্যমে হার্ডওয়্যার ত্রুটি সারিয়ে তোলে।
নাসার বলছে, র্যাডপিসি এমন একটি প্রযুক্তি, যা তেজস্ক্রিয় রশ্মির আক্রমণ ঘটলে এটি ত্রুটির অবস্থান চিহ্নিত করে এবং ব্যাকগ্রাউন্ডে সমস্যাটি সারিয়ে তোলে।
এ ছাড়া, র্যাডপিসিতে তিনটি ডোজিমিটার রয়েছে, যা ব্লু ঘোস্টের মাধ্যমে পৃথিবীর চুম্বকীয় পরিবেশ এবং সৌর বায়ু সম্পর্কিত তথ্য সংগ্রহে সহায়তা করবে।
এ ছাড়া, এই যন্ত্রগুলো চাঁদেও কাজ করবে এবং সেখানকার তেজস্ক্রিয় পরিবেশ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে, যা ভবিষ্যতের মানব মহাকাশ মিশনগুলোর জন্য সহায়ক হতে পারে।
এর আগে, ব্লু ঘোস্টকে সফলভাবে চাঁদে পৌঁছাতে হবে। ফায়ারফ্লাই আশা করছে, ব্লু ঘোস্ট ২ মার্চ চাঁদে অবতরণ করবে এবং ১৪ দিন টানা চলতে থাকবে, তারপর চাঁদের রাত্রির মুখোমুখি হতে হবে।
ল্যান্ডারটি চাঁদের কক্ষপথে পৌঁছাতে চার দিন সময় নেবে। এরপর ১৬ দিন দিন ধরে উপগ্রহটির চারপাশে ঘুরে ২ মার্চে চাঁদে অবতরণ করবে।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১১ ঘণ্টা আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১২ ঘণ্টা আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
৩ দিন আগে