ত্বক, কাপড় বা অন্যান্য বস্তুতে অসাবধানতাবশত সুপার গ্লু লেগে গেলে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আঠাটি শুকিয়ে গেলে শক্তভাবে লেগে যায় এবং অনেক কঠিন আকার ধারণ করে। এ কারণে জোর করে তুলতে গেলে শক্ত খোসার মতো ত্বক উঠে যেতে পারে। আবার কাপড়ের মতো নরম বস্তুর ওপর সুপার গ্লু শুকিয়ে গেলে ভঙ্গুর কঠিন বস্তুর মতো হয়ে যায়। ফলে জোর করে আঠা তুলতে গেলে স্থানটি ছিঁড়ে যেতে পারে। একই কথা খাটে ধাতব বা অধাতব অন্যান্য বস্তুর ক্ষেত্রেও। বিভিন্ন স্থান থেকে সুপার গ্লু ছাড়ানোর কিছু কৌশল তুলে ধরা হলো:
ত্বক থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
১. কুসুম গরম পানিতে ডিশ ওয়াশার (যেকোনো ব্র্যান্ডের লিকুইড ডিশ ওয়াশার হতে পারে) মিশিয়ে নিন।
২. ওই পানিতে আঠাযুক্ত ত্বকের স্থানটি পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন।
৩. এরপর কোনো ভোঁতা শক্ত বস্তু দিয়ে শক্ত আবরণটি ঘষে তুলে ফেলুন।
এ ছাড়া লোশন, নেইল পলিশ রিমুভার অথবা অ্যাসিটোন ওই স্থানে ব্যবহার করে দেখতে পারেন। তবে চোখ, নাক ও মুখের মতো স্পর্শকাতর স্থানে এই আঠা লেগে গেলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।
কাপড় থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
নরম হওয়ার কারণে কাপড় থেকে সুপার গ্লু তোলা কঠিন। কাপড়ের ক্ষতি না করেও সুপার গ্লু তুলে ফেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে:
১. শুকিয়ে যাওয়ার আগে যতটুকু সম্ভব আলতোভাবে আঠা ঘষে তুলুন।
২. এরপর সারা রাত ঠান্ডা পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন।
৩. কাপড়ের আঠা লাগা স্থানে অল্প পরিমাণে লিকুইড ডিটারজেন্ট ঢালুন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে আঠা লাগা স্থানটি ঘষুন।
৪. হালকা গরম পানিতে কাপড়টি ধুয়ে ফেলুন।
আঠা লাগার কারণে কাপড়ে দাগ বসে গেলে অ্যাসিটোনে তুলা ভিজিয়ে ওই স্থানে ঘষুন। পুনরায় কাপড়টি গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
স্টিল, অ্যালুমিনিয়ামের মতো ধাতব বস্তুর ক্ষেত্রে
রাসায়নিক ব্যবহার করে স্টিল, অ্যালুমিনিয়ামের মতো ধাতব বস্তু থেকে সুপার গ্লু তুলে ফেলা একটি চ্যালেঞ্জের বিষয়।
১. প্রথমেই ধাতব পৃষ্ঠটি পরিষ্কার করে নিন।
২. একটি তুলাকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোনে ভিজিয়ে নিন।
৩. এরপর তুলাটি আঠার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
৪. অ্যাসিটোনে দ্রবীভূত হয়ে সহজেই আঠাটি তুলার সঙ্গে উঠে আসবে।
চাকু বা ব্লেডের মতো ধারালো বস্তু দিয়ে ঘষেও আঠা ওঠানো যায়। তবে এ ক্ষেত্রে ধাতব বস্তুর ওপর আঁচড় পড়তে পারে।
অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভারের চেয়ে শক্তিশালী কোনো রাসায়নিক ব্যবহার করতে চাইলে মিথাইলেটেড স্পিরিট বা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন।
প্লাস্টিক থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
১. একটি কাপড়ের টুকরো যেকোনো ময়েশ্চারাইজার (গ্লিসারিন) বা ভেজিটেবল অয়েল (রান্নার তেল) দিয়ে ভিজিয়ে নিন।
২. এরপর কাপড়টি আঠার ওপর ঘষতে থাকুন।
৩. আঠাকে ময়েশ্চারাইজার বা ভেজিটেবল অয়েল শুষে নেওয়ার সময় দিন। এভাবে আঠাটি আস্তে আস্তে উঠে যাবে।
ভিনেগার ব্যবহার করেও এই কাজ করা যায়। ভিনেগার শুষে নিলে কোনো ভোঁতা বস্তু দিয়ে ঘষে ঘষে আঠা তুলে ফেলুন।
কাচ থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
কাচ থেকে আঠা তোলার বিষয়টি অনেকটা বৈজ্ঞানিক পরীক্ষার মতো! কারণ কাচের ওপর যেকোনো রাসায়নিক নিশ্চিন্তে ব্যবহার করা যায়—নেইল পলিশ রিমুভার, অ্যাসিটোন, পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন), ভিনেগার ও তেলের মতো বিভিন্ন পদার্থ কাচের ওপর ব্যবহার করে দেখতে পারেন। এরপর মাজুনি (প্লাস্টিক) দিয়ে আস্তে আস্তে আঠাটি তুলে ফেলুন।
ত্বক, কাপড় বা অন্যান্য বস্তুতে অসাবধানতাবশত সুপার গ্লু লেগে গেলে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আঠাটি শুকিয়ে গেলে শক্তভাবে লেগে যায় এবং অনেক কঠিন আকার ধারণ করে। এ কারণে জোর করে তুলতে গেলে শক্ত খোসার মতো ত্বক উঠে যেতে পারে। আবার কাপড়ের মতো নরম বস্তুর ওপর সুপার গ্লু শুকিয়ে গেলে ভঙ্গুর কঠিন বস্তুর মতো হয়ে যায়। ফলে জোর করে আঠা তুলতে গেলে স্থানটি ছিঁড়ে যেতে পারে। একই কথা খাটে ধাতব বা অধাতব অন্যান্য বস্তুর ক্ষেত্রেও। বিভিন্ন স্থান থেকে সুপার গ্লু ছাড়ানোর কিছু কৌশল তুলে ধরা হলো:
ত্বক থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
১. কুসুম গরম পানিতে ডিশ ওয়াশার (যেকোনো ব্র্যান্ডের লিকুইড ডিশ ওয়াশার হতে পারে) মিশিয়ে নিন।
২. ওই পানিতে আঠাযুক্ত ত্বকের স্থানটি পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন।
৩. এরপর কোনো ভোঁতা শক্ত বস্তু দিয়ে শক্ত আবরণটি ঘষে তুলে ফেলুন।
এ ছাড়া লোশন, নেইল পলিশ রিমুভার অথবা অ্যাসিটোন ওই স্থানে ব্যবহার করে দেখতে পারেন। তবে চোখ, নাক ও মুখের মতো স্পর্শকাতর স্থানে এই আঠা লেগে গেলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।
কাপড় থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
নরম হওয়ার কারণে কাপড় থেকে সুপার গ্লু তোলা কঠিন। কাপড়ের ক্ষতি না করেও সুপার গ্লু তুলে ফেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে:
১. শুকিয়ে যাওয়ার আগে যতটুকু সম্ভব আলতোভাবে আঠা ঘষে তুলুন।
২. এরপর সারা রাত ঠান্ডা পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন।
৩. কাপড়ের আঠা লাগা স্থানে অল্প পরিমাণে লিকুইড ডিটারজেন্ট ঢালুন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে আঠা লাগা স্থানটি ঘষুন।
৪. হালকা গরম পানিতে কাপড়টি ধুয়ে ফেলুন।
আঠা লাগার কারণে কাপড়ে দাগ বসে গেলে অ্যাসিটোনে তুলা ভিজিয়ে ওই স্থানে ঘষুন। পুনরায় কাপড়টি গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
স্টিল, অ্যালুমিনিয়ামের মতো ধাতব বস্তুর ক্ষেত্রে
রাসায়নিক ব্যবহার করে স্টিল, অ্যালুমিনিয়ামের মতো ধাতব বস্তু থেকে সুপার গ্লু তুলে ফেলা একটি চ্যালেঞ্জের বিষয়।
১. প্রথমেই ধাতব পৃষ্ঠটি পরিষ্কার করে নিন।
২. একটি তুলাকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোনে ভিজিয়ে নিন।
৩. এরপর তুলাটি আঠার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
৪. অ্যাসিটোনে দ্রবীভূত হয়ে সহজেই আঠাটি তুলার সঙ্গে উঠে আসবে।
চাকু বা ব্লেডের মতো ধারালো বস্তু দিয়ে ঘষেও আঠা ওঠানো যায়। তবে এ ক্ষেত্রে ধাতব বস্তুর ওপর আঁচড় পড়তে পারে।
অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভারের চেয়ে শক্তিশালী কোনো রাসায়নিক ব্যবহার করতে চাইলে মিথাইলেটেড স্পিরিট বা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন।
প্লাস্টিক থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
১. একটি কাপড়ের টুকরো যেকোনো ময়েশ্চারাইজার (গ্লিসারিন) বা ভেজিটেবল অয়েল (রান্নার তেল) দিয়ে ভিজিয়ে নিন।
২. এরপর কাপড়টি আঠার ওপর ঘষতে থাকুন।
৩. আঠাকে ময়েশ্চারাইজার বা ভেজিটেবল অয়েল শুষে নেওয়ার সময় দিন। এভাবে আঠাটি আস্তে আস্তে উঠে যাবে।
ভিনেগার ব্যবহার করেও এই কাজ করা যায়। ভিনেগার শুষে নিলে কোনো ভোঁতা বস্তু দিয়ে ঘষে ঘষে আঠা তুলে ফেলুন।
কাচ থেকে সুপার গ্লু যেভাবে তুলবেন
কাচ থেকে আঠা তোলার বিষয়টি অনেকটা বৈজ্ঞানিক পরীক্ষার মতো! কারণ কাচের ওপর যেকোনো রাসায়নিক নিশ্চিন্তে ব্যবহার করা যায়—নেইল পলিশ রিমুভার, অ্যাসিটোন, পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন), ভিনেগার ও তেলের মতো বিভিন্ন পদার্থ কাচের ওপর ব্যবহার করে দেখতে পারেন। এরপর মাজুনি (প্লাস্টিক) দিয়ে আস্তে আস্তে আঠাটি তুলে ফেলুন।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৫ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে