নেদারল্যান্ডসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে বয়সের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলেন এক নারী। ১১৫ বছর ৭ মাস বেঁচেছিলেন তিনি। তবে পুরুষের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ১১৪ বছর এক মাস।
গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা যাওয়া ৭৫ হাজার মানুষের মধ্য থেকে সর্বোচ্চ বয়সসীমার ওই তথ্যটি সংগ্রহ করেছিলেন দেশটির টিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির পরিসংখ্যানবিদরা।
গবেষণাটি পরিচালনা করা তিন বিজ্ঞানীর একজন অধ্যাপক জন এইনমাহল। মেডিকেল এক্সপ্রেস নামে একটি জার্নালে তিনি উদ্ধৃতি করেন, ‘মানুষের গড় বয়স বেড়েছে। তবুও সর্বোচ্চ বয়সসীমায় কোনো পরিবর্তন আসেনি।’
গবেষণাটির বিষয়বস্তু আসলে মানুষ কত বছর বাঁচার আশা করে তা নয়, বরং মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা।
একই বিষয়বস্তু নিয়ে আমেরিকায় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, তা নেদারল্যান্ডসে পাওয়া তথ্যের সঙ্গে অনেকাংশেই মিলে গেছে।
গত কয়েক দশকের তথ্য পর্যালোচনা করে মার্কিন গবেষকেরা দেখেছেন-দেশটিতে কোনো মানুষের বয়স ১১৫ বছরের সীমা অতিক্রম করতে পারেনি।
তবে এসব পরিসংখ্যান ফরাসি নারী জ্যঁ লুই ক্যালমেন্তে সামনে এসে নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়বে। কারণ তিনি ১২২ বছর ধরে বেঁচে ছিলেন। বয়সে বিশ্ব রেকর্ডধারী এই নারী ১৮৭৫ সালে জন্মগ্রহণ করে মারা গিয়েছিলেন ১৯৯৭ সালে। তবে পৃথিবীর অজানা সংখ্যক মানুষের বয়সসীমা আমলে নিলে ক্যালমেন্তের রেকর্ড ঠিক থাকবে কি-না তা কেউ জানে না।
নেদারল্যান্ডসের গবেষক এইনমাহল সর্বোচ্চ বয়সসীমা নিয়ে তার গবেষণাপত্রটি আগামী মাসেই অনলাইনে প্রকাশ করবেন। এই গবেষণায় দীর্ঘ জীবনের চাবিকাঠি পাওয়া গেলেও যেতে পারে।
নেদারল্যান্ডসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে বয়সের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলেন এক নারী। ১১৫ বছর ৭ মাস বেঁচেছিলেন তিনি। তবে পুরুষের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ১১৪ বছর এক মাস।
গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা যাওয়া ৭৫ হাজার মানুষের মধ্য থেকে সর্বোচ্চ বয়সসীমার ওই তথ্যটি সংগ্রহ করেছিলেন দেশটির টিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির পরিসংখ্যানবিদরা।
গবেষণাটি পরিচালনা করা তিন বিজ্ঞানীর একজন অধ্যাপক জন এইনমাহল। মেডিকেল এক্সপ্রেস নামে একটি জার্নালে তিনি উদ্ধৃতি করেন, ‘মানুষের গড় বয়স বেড়েছে। তবুও সর্বোচ্চ বয়সসীমায় কোনো পরিবর্তন আসেনি।’
গবেষণাটির বিষয়বস্তু আসলে মানুষ কত বছর বাঁচার আশা করে তা নয়, বরং মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা।
একই বিষয়বস্তু নিয়ে আমেরিকায় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, তা নেদারল্যান্ডসে পাওয়া তথ্যের সঙ্গে অনেকাংশেই মিলে গেছে।
গত কয়েক দশকের তথ্য পর্যালোচনা করে মার্কিন গবেষকেরা দেখেছেন-দেশটিতে কোনো মানুষের বয়স ১১৫ বছরের সীমা অতিক্রম করতে পারেনি।
তবে এসব পরিসংখ্যান ফরাসি নারী জ্যঁ লুই ক্যালমেন্তে সামনে এসে নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়বে। কারণ তিনি ১২২ বছর ধরে বেঁচে ছিলেন। বয়সে বিশ্ব রেকর্ডধারী এই নারী ১৮৭৫ সালে জন্মগ্রহণ করে মারা গিয়েছিলেন ১৯৯৭ সালে। তবে পৃথিবীর অজানা সংখ্যক মানুষের বয়সসীমা আমলে নিলে ক্যালমেন্তের রেকর্ড ঠিক থাকবে কি-না তা কেউ জানে না।
নেদারল্যান্ডসের গবেষক এইনমাহল সর্বোচ্চ বয়সসীমা নিয়ে তার গবেষণাপত্রটি আগামী মাসেই অনলাইনে প্রকাশ করবেন। এই গবেষণায় দীর্ঘ জীবনের চাবিকাঠি পাওয়া গেলেও যেতে পারে।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
১১ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে