Ajker Patrika

বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৫৬
বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

প্রায় এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে রোববার বিকেল ৫টায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশে রওনা করেন তিনি। 

গত ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। বায়োপসির প্রতিবেদন দেখে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। বায়োপসি প্রতিবেদন পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। 

এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পরও একই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সে সময় প্রায় দুই মাস চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন। বাসায় ফেরার পর দু্ই ডোজ করোনার টিকা নেন তিনি। কিছু দিন আগে থেকে তাঁর মাঝে মাঝেই জ্বর আসছিল। জ্বর নিয়ন্ত্রণে না আসায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত