Ajker Patrika

তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ১৮
তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার: মির্জা ফখরুল

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণ নয়, অর্থ লুণ্ঠন ও পাচারকারীদের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে এই সরকারকে লুটেরা, চোর-ডাকাতের সরকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পিকে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এই সরকার, যারা এই বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার।’

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কোন বাজেট, কার বাজেট, কারা বাজেট দিয়েছে? জনগণের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার তাদের (সরকার) নেই। গত ১৫ বছরে তারা প্রমাণ করেছে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন জনগণের শত্রু, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।’ 

বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন।’ 

গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘যখন মানুষ চাল-ডাল, তেল-নুন কিনতেই হিমশিম খাচ্ছে, তখন আবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, এই সরকারের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত