নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট আছে, তা দূর করার একমাত্র উপায় হলো—দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কোনো কথা বলে লাভ নেই। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে উচ্চ আদালতে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।’
মির্জা ফখরুল আর বলেন, ‘সংস্কারের যে বিষয়টা আছে, সেটা চলমান প্রক্রিয়া। যাঁরা জাতীয় ঐকমত্য কমিশনে আছেন, তাঁরা অতি দ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সেগুলো ঘোষণা করবেন। সেসব বিষয়ে ঐকমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেঁচড়া করলে পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা—অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান সংস্কার প্রস্তাবগুলোর যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করবেন।’
বিএনপির মহাসচিব আরও বলেন, আর যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে না, সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে উচ্চ আদালতের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জানি যে, যখন মেয়র নির্বাচন হয়, তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি, জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’
ইশরাক হোসেনকে শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি আশা করব যে, মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবে।’
নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, তাই এখন আর এই বিষয়ে সড়ক অবরোধ করে না রেখে...আশা করা যায় যে সরকারের সুমতি হবে...তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। তারা (নেতা-কর্মী-সমর্থকেরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’
এর আগে ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপির মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তাঁর বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট আছে, তা দূর করার একমাত্র উপায় হলো—দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কোনো কথা বলে লাভ নেই। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে উচ্চ আদালতে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।’
মির্জা ফখরুল আর বলেন, ‘সংস্কারের যে বিষয়টা আছে, সেটা চলমান প্রক্রিয়া। যাঁরা জাতীয় ঐকমত্য কমিশনে আছেন, তাঁরা অতি দ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সেগুলো ঘোষণা করবেন। সেসব বিষয়ে ঐকমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেঁচড়া করলে পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা—অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান সংস্কার প্রস্তাবগুলোর যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করবেন।’
বিএনপির মহাসচিব আরও বলেন, আর যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে না, সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে উচ্চ আদালতের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জানি যে, যখন মেয়র নির্বাচন হয়, তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি, জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’
ইশরাক হোসেনকে শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি আশা করব যে, মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবে।’
নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, তাই এখন আর এই বিষয়ে সড়ক অবরোধ করে না রেখে...আশা করা যায় যে সরকারের সুমতি হবে...তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। তারা (নেতা-কর্মী-সমর্থকেরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’
এর আগে ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপির মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তাঁর বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আরও জোরালো করল বিএনপি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারসহ অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন ঠিক কখন, কীভাবে করতে চায়, তার রোডম্যাপ চেয়ে আসছে দলটি। এসব বিষয়ে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়ার কথা কয়েক মাস ধরে বলে আসছেন দলের...
৫ ঘণ্টা আগে‘‘আমি যদি কাজ করতে না পারি...যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.... . । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবে না। যদি রাজনৈতিক দলগুলা, তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’’
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগ, নর্থ ও দিল্লী জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমনটি বলেন...
১০ ঘণ্টা আগে