Ajker Patrika

মামুনুলকে মুক্তি না দিলে ২৯ ডিসেম্বর মহাসমাবেশ করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১: ২৭
মামুনুলকে মুক্তি না দিলে ২৯ ডিসেম্বর মহাসমাবেশ করবে হেফাজত

হেফাজত নেতা মামুনুল হককে এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। 

সাজেদুর রহমান বলেন, ‘মামুনুল হকসহ অন্য ওলামায়ে কেরামদের মুক্তি দিতে হবে। যদি সেটি না হয় তাহলে ডিসেম্বরের ২৯ তারিখ সারা দেশ থেকে ওলামায়ে কেরাম জমা হয়ে ঢাকাতে মহাসমাবেশ করব। সারা দেশে ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা একমত মামুনুল হককে মুক্তি দেওয়ার ব্যাপারে।’ 

হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ছবি: সংগৃহীত সাজেদুর রহমান আরও বলেন, ‘আপনারা যদি আলেমদের জেলে দেন, রাখতে চান। তাহলে আমাদের সব আলেমদের জেলে দেন। আমরা সবাই জেলে যাব, ওলামায়ে কেরাম সবাই জেলে যেতে প্রস্তুত। আর না হয়, মাওলানা মামুনুল হকসহ সব ওলামাকে দ্রুত মুক্তি দিতে হবে হবে।’ 

সমাবেশ বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক। তিনি বলেন, ‘মামুনুল হকসহ এখনো যারা জেলখানায় বন্দী আছে, আগামী নির্বাচনের আগে তাঁদের মুক্তি দিতে হবে। ২০১৩ সাল থেকে অদ্যাবধি যত মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে, সেগুলো তুলে নিতে হবে। এ দেশের ওলামায়ে কেরামরা চুরি করে না, ডাকাতি করে না, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। তাদের বিরুদ্ধে কেন এত মামলা? এসব মামলা নির্বাচনের আগে প্রত্যাহার করা না হলে নির্বাচনের আগেই কঠিন কর্মসূচি দেবে হেফাজতে ইসলাম।’ 

এ ছাড়া ট্রান্সজেন্ডার আইন, নতুন শিক্ষাক্রম, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করাসহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। 

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনোয়ার হোসেন কাশেম, সহকারী মহাসচিব মুফতি আযহার, কেন্দ্রীয় নায়েবে আমির মুহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় মহাসচিব আতাউল্লাহ আমিন, বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত