Ajker Patrika

বিএনপি এবারের নির্বাচনেও অংশ নেবে, প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ১৪: ৫৬
বিএনপি এবারের নির্বাচনেও অংশ নেবে, প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

রাজনৈতিক দল হিসেবে বিএনপি গত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও অংশ নেবে, এমনটিই প্রত্যাশা করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। 

আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ-সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত নির্বাচনেও বিএনপি অংশ নিয়েছে। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তাই অবশ্যই এবারের নির্বাচনেও অংশ নেবে বলে আমাদের প্রত্যাশা।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনো দিন আসেনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সব সময়ই। একটি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নিরপেক্ষ হবে। উৎসবমুখর নির্বাচন হবে সেটি আমাদের সবার প্রত্যাশা।’ 

এ সময় সরকারনির্ধারিত ফির চেয়ে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ নেওয়া হচ্ছে এরকম প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারনির্ধারিত যে ফি আছে, সেই ফির বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করেন তাহলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত