নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে সংগঠিত গণ-অভ্যুত্থানে দেশের সাধারণ ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা ছিল সরকারের কার্যক্রমে তার বিপরীত ভাবনার প্রতিফলন দেখা গেলে রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে উৎখাত হওয়া গণহত্যাকারীদের একাধিক ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে বিচার, সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি এবং দাবি জানান সংগঠনের সভাপতি রাগীব নাঈম। এ সময় গণ-অভ্যুত্থানে শহীদদের সংখ্যা নির্ধারণ, আহত ও শহীদ পরিবারদের ক্ষতিপূরণ এবং দ্রুত পুনর্বাসনের দাবিও জানান তিনি।
সমাবেশে রাগীব নাঈম বলেন, ‘হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী হিসেবে আমরা যেমন সেই সরকারের প্রতি সহযোগিতার উদ্দেশ্যে এক হাত বাড়িয়ে রেখেছি, তেমনি আমাদের দুচোখ সচেতন দৃষ্টি অব্যাহত রেখেছে। গণআকাঙ্ক্ষাকে বিপরীত ভাবনার প্রতিফলন অন্তর্বর্তী সরকারের মাঝে দেখলে আমরা চুপ করে থাকব না।’ এ সময় তিনি শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, ‘১৫ বছরে হাসিনা যেসব অস্ত্র ব্যবহার করে এ দেশের মানুষের কণ্ঠরোধ করেছে, তার অন্যতম সাইবার নিরাপত্তা আইন। স্বৈরাচারের অস্ত্র সংশোধন না করে তা ছুড়ে ফেলতে হবে, বাতিল করতে হবে।’
সংগঠনের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, ‘স্বৈরাচারের নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে সমান সুযোগ, অধিকার ও অংশীদারত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। বর্তমান সরকারকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর হতে হবে। সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।’
সহসভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহত কেউ নিজের সন্তান কিংবা স্ত্রীর গয়না বিক্রি করে চিকিৎসা করতে বাধ্য হচ্ছে, এমন ঘটনা আর একটিও আমরা দেখতে চাই না।’
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘একদিকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ শুনতে পাই, আবার অন্যদিকে তারাই দেশের বিভিন্ন স্থানে একের পর এক সভা করে চলেছেন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি ফয়সাল মাহমুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি অন্তু অরিন্দম প্রমুখ।
জুলাই-আগস্টে সংগঠিত গণ-অভ্যুত্থানে দেশের সাধারণ ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা ছিল সরকারের কার্যক্রমে তার বিপরীত ভাবনার প্রতিফলন দেখা গেলে রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে উৎখাত হওয়া গণহত্যাকারীদের একাধিক ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে বিচার, সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি এবং দাবি জানান সংগঠনের সভাপতি রাগীব নাঈম। এ সময় গণ-অভ্যুত্থানে শহীদদের সংখ্যা নির্ধারণ, আহত ও শহীদ পরিবারদের ক্ষতিপূরণ এবং দ্রুত পুনর্বাসনের দাবিও জানান তিনি।
সমাবেশে রাগীব নাঈম বলেন, ‘হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী হিসেবে আমরা যেমন সেই সরকারের প্রতি সহযোগিতার উদ্দেশ্যে এক হাত বাড়িয়ে রেখেছি, তেমনি আমাদের দুচোখ সচেতন দৃষ্টি অব্যাহত রেখেছে। গণআকাঙ্ক্ষাকে বিপরীত ভাবনার প্রতিফলন অন্তর্বর্তী সরকারের মাঝে দেখলে আমরা চুপ করে থাকব না।’ এ সময় তিনি শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, ‘১৫ বছরে হাসিনা যেসব অস্ত্র ব্যবহার করে এ দেশের মানুষের কণ্ঠরোধ করেছে, তার অন্যতম সাইবার নিরাপত্তা আইন। স্বৈরাচারের অস্ত্র সংশোধন না করে তা ছুড়ে ফেলতে হবে, বাতিল করতে হবে।’
সংগঠনের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, ‘স্বৈরাচারের নতজানু পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে সমান সুযোগ, অধিকার ও অংশীদারত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। বর্তমান সরকারকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর হতে হবে। সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।’
সহসভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহত কেউ নিজের সন্তান কিংবা স্ত্রীর গয়না বিক্রি করে চিকিৎসা করতে বাধ্য হচ্ছে, এমন ঘটনা আর একটিও আমরা দেখতে চাই না।’
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘একদিকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ শুনতে পাই, আবার অন্যদিকে তারাই দেশের বিভিন্ন স্থানে একের পর এক সভা করে চলেছেন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি ফয়সাল মাহমুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি অন্তু অরিন্দম প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচি ‘বন্ধ’ ঘোষণার পরেও চলমান থাকা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির। ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত দুটি প্রতিবাদপত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
১১ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘বিএনপি এরই মধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী—সবার সঙ্গে কথা বলেছে। হেফাজতে ইসলামের নায়েবে আমিরের সঙ্গে দেখা করেছি। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি। ছারছিনার পীরের সঙ্গে দেখা করেছি। আলিয়া লাইনের সব মুরব্বি-নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে,
১৩ ঘণ্টা আগেজাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান ফিরে এসে আগামী নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হবেন বলেও ইঙ্গিত দেন এই উপদেষ্টা।
১৪ ঘণ্টা আগে