নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে আসনে প্রটোকল অনুযায়ী অনেকে বসেন না বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, সিট দখলের জন্য অনেকে ৫টার কর্মসূচিতে ১টার সময় হাজির হয়ে যান। তিন নম্বর সারির লোক বসেন এক নম্বরে। পরে তাঁকে উঠিয়ে বসতে হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপের সূচনা বক্তব্যে এসব অভিযোগ করেন অলি আহমেদ।
আজ বিকেল ৩টার পরে শুরু হওয়া বৈঠকে প্রথমে বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে কথা বলেন কর্নেল (অব.) অলি আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এলডিপির পক্ষে প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদসহ আটজন নেতা উপস্থিত ছিলেন।
প্রত্যেকটা কাজে প্রটোকল মানার অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন, ‘আপনি (আলী রীয়াজ) ইউনূস সাহেবকে বলবেন, কারণ উনার সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই যাই (রাজনৈতিক সংলাপের জন্য), একজন আরেকজনকে উঠিয়ে দিয়ে বসতে হয়। যার তিন নম্বর সারিতে বসার কথা, সে এক নম্বর সারিতে বসে থাকে। ৫টার সময় বৈঠক হলেও সিট দখলের জন্য ১টার সময় গিয়ে বসে থাকে।’
অলি বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের নিয়মনীতি হলো প্রত্যেকটা চেয়ারে নাম থাকবে, নাম থাকলে কষ্ট করা লাগে না, যে যার সিটে ওইভাবে বসবে। আমি এজন্য বললাম উনি (মনির হায়দার) সরাসরি রিপোর্ট করতে পারবেন, আমার কথাগুলো বলতে পারবেন প্রধান উপদেষ্টাকে।’
নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় এলডিপি প্রথম দল উল্লেখ করে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ সূচনা বক্তব্যে বলেন, ‘এত দিন সরকারের (অন্তর্বর্তী সরকার) কাছে এক নম্বর রাজনৈতিক দল হিসেবে জায়গা পাইনি। আজ প্রথমবার সেই স্বীকৃতি দিয়েছেন (আলী রীয়াজ), আপনাকে ধন্যবাদ।’
রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে আসনে প্রটোকল অনুযায়ী অনেকে বসেন না বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, সিট দখলের জন্য অনেকে ৫টার কর্মসূচিতে ১টার সময় হাজির হয়ে যান। তিন নম্বর সারির লোক বসেন এক নম্বরে। পরে তাঁকে উঠিয়ে বসতে হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে হওয়া সংলাপের সূচনা বক্তব্যে এসব অভিযোগ করেন অলি আহমেদ।
আজ বিকেল ৩টার পরে শুরু হওয়া বৈঠকে প্রথমে বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে কথা বলেন কর্নেল (অব.) অলি আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এলডিপির পক্ষে প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদসহ আটজন নেতা উপস্থিত ছিলেন।
প্রত্যেকটা কাজে প্রটোকল মানার অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন, ‘আপনি (আলী রীয়াজ) ইউনূস সাহেবকে বলবেন, কারণ উনার সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই যাই (রাজনৈতিক সংলাপের জন্য), একজন আরেকজনকে উঠিয়ে দিয়ে বসতে হয়। যার তিন নম্বর সারিতে বসার কথা, সে এক নম্বর সারিতে বসে থাকে। ৫টার সময় বৈঠক হলেও সিট দখলের জন্য ১টার সময় গিয়ে বসে থাকে।’
অলি বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের নিয়মনীতি হলো প্রত্যেকটা চেয়ারে নাম থাকবে, নাম থাকলে কষ্ট করা লাগে না, যে যার সিটে ওইভাবে বসবে। আমি এজন্য বললাম উনি (মনির হায়দার) সরাসরি রিপোর্ট করতে পারবেন, আমার কথাগুলো বলতে পারবেন প্রধান উপদেষ্টাকে।’
নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় এলডিপি প্রথম দল উল্লেখ করে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ সূচনা বক্তব্যে বলেন, ‘এত দিন সরকারের (অন্তর্বর্তী সরকার) কাছে এক নম্বর রাজনৈতিক দল হিসেবে জায়গা পাইনি। আজ প্রথমবার সেই স্বীকৃতি দিয়েছেন (আলী রীয়াজ), আপনাকে ধন্যবাদ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
৯ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
১১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
১২ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
১৩ ঘণ্টা আগে