Ajker Patrika

বিএনপিরে তালাক দিয়া একজন গেছেগা: মায়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিরে তালাক দিয়া একজন গেছেগা: মায়া

জামায়াতে ইসলামের বিএনপি জোট ছাড়া প্রসঙ্গে বিএনপিরে তালাক দিয়া একজন গেছেগা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

অঅজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪ দলের শরিক গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মায়া বলেন, ‘আজকে কিন্তু বিএনপিরে তালাক দিয়া একজন গেছেগা। হেরা বলে আগেই আমরা তালাক দিয়ে দিছি। বুঝলেন তো কারা? হেগো নাম আমি মুখে আনতে চাই না।’ 

বিএনপি একটি নালিশি দল উল্লেখ করে মায়া বলেন, ‘বিএনপি দলটা হলো নালিশি দল। যারা সকাল বিকেল শুধু পায়ে ধরে আর ষড়যন্ত্র করে। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না।’ 

বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন জানিয়ে মায়া বলেন, ‘ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে জিয়াউর রহমানরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। এ হত্যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান তাঁর হাত রক্তে রঞ্জিত করেছেন। এরপরও যখন তারা দেখলো তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না, তখন তারা জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে।’ 

মায়া আরও বলেন, ‘খালেদা জিয়া ও তার কুলাঙ্গার পুত্র তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। দেশের মানুষের দোয়ায় স্বয়ং আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। কিন্তু আইভি আপাসহ ২২ জনকে সে দিন তারা হত্যা করেছে।’ 

জিয়া পরিবার হলো খুনির পরিবার উল্লেখ করে মায়া বলেন, ‘তাদের হাত বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা আইভি আপাসহ অনেকের রক্তে রঞ্জিত। এরা যদি রাজনীতিতে থাকে তাহলে দেশকে আবার পেছনে নিয়ে যাবে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তাহলে দেশে গুম, খুন, হত্যার রাজনীতি বন্ধ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত