নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার মানেই বিজয় অর্জিত হয়েছে, তা নয়; বরং আরও দুটি ধাপ ও চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো সুষ্ঠু নির্বাচন, অপরটি সত্যিকারের জনপ্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করে গণতন্ত্র ফিরিয়ে আনা। তাহলেই কেবল জুলাই অভ্যুত্থান সফল হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সম্প্রতি ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়।
মঈন খান বলেন, ‘বিএনপি ১৫ বছর ধরে যে সংগ্রাম করেছে, তার চূড়ান্ত হলো ২০২৪ সালের জুলাই আন্দোলন; যেটি ছিল প্রথম ধাপের স্বৈরাচার মুক্তি। ছাত্ররা যে স্ফুলিঙ্গ গড়ে তুলে সংগ্রাম করে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য করার গৌরব কারোর একার নয়, ১৮ কোটি মানুষের।’
মঈন খান বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বলব, বাংলাদেশের আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্যের প্রতি বিশ্বাস রাখুন। রাজনৈতিক দলের ভিন্নমত থাকতে পারে। কিন্তু যারা দেশের আদর্শ ও চূড়ান্ত গণতন্ত্র বিশ্বাস করে, তাদের মধ্যে বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি হবে না।’
সভায় বিএনপির এই নেতা আরও বলেন, ‘অনেকে কটু কথা বলে একজনের মত আরেকজনের ওপর চাপিয়ে দেয়। এই পথ যাঁরা অবলম্বন করেছেন, তাঁরা এসব অন্যায্য ও অন্যায় থেকে বের হয়ে আসুন। আমরা সুষ্ঠু রাজনীতি ও নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী। নিয়মতান্ত্রিকতার বাইরে আমরা কোনো দিন যাব না। বাংলাদেশের ইমেজকে ধ্বংস যারা করছে, তাদের বিশ্লেষণ করে চিহ্নিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে গণতান্ত্রিক সমাজব্যবস্থা ফিরিয়ে আনি।’
‘২০২৪ সালের বিজয়কে শুধু এক জায়গায় কুক্ষিগত করে রাখলে হবে না। এটি ১৮ কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। গত এক বছরে আমরা কী পরিবর্তন দেখেছি বা অর্জন করেছি, তা বিশ্লেষণ করা দরকার।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, সহসভাপতি মোস্তফা শাহাবুদ্দিন রেজা প্রমুখ।
অন্তর্বর্তী সরকার মানেই বিজয় অর্জিত হয়েছে, তা নয়; বরং আরও দুটি ধাপ ও চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো সুষ্ঠু নির্বাচন, অপরটি সত্যিকারের জনপ্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করে গণতন্ত্র ফিরিয়ে আনা। তাহলেই কেবল জুলাই অভ্যুত্থান সফল হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সম্প্রতি ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়।
মঈন খান বলেন, ‘বিএনপি ১৫ বছর ধরে যে সংগ্রাম করেছে, তার চূড়ান্ত হলো ২০২৪ সালের জুলাই আন্দোলন; যেটি ছিল প্রথম ধাপের স্বৈরাচার মুক্তি। ছাত্ররা যে স্ফুলিঙ্গ গড়ে তুলে সংগ্রাম করে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য করার গৌরব কারোর একার নয়, ১৮ কোটি মানুষের।’
মঈন খান বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বলব, বাংলাদেশের আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্যের প্রতি বিশ্বাস রাখুন। রাজনৈতিক দলের ভিন্নমত থাকতে পারে। কিন্তু যারা দেশের আদর্শ ও চূড়ান্ত গণতন্ত্র বিশ্বাস করে, তাদের মধ্যে বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি হবে না।’
সভায় বিএনপির এই নেতা আরও বলেন, ‘অনেকে কটু কথা বলে একজনের মত আরেকজনের ওপর চাপিয়ে দেয়। এই পথ যাঁরা অবলম্বন করেছেন, তাঁরা এসব অন্যায্য ও অন্যায় থেকে বের হয়ে আসুন। আমরা সুষ্ঠু রাজনীতি ও নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী। নিয়মতান্ত্রিকতার বাইরে আমরা কোনো দিন যাব না। বাংলাদেশের ইমেজকে ধ্বংস যারা করছে, তাদের বিশ্লেষণ করে চিহ্নিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে গণতান্ত্রিক সমাজব্যবস্থা ফিরিয়ে আনি।’
‘২০২৪ সালের বিজয়কে শুধু এক জায়গায় কুক্ষিগত করে রাখলে হবে না। এটি ১৮ কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। গত এক বছরে আমরা কী পরিবর্তন দেখেছি বা অর্জন করেছি, তা বিশ্লেষণ করা দরকার।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, সহসভাপতি মোস্তফা শাহাবুদ্দিন রেজা প্রমুখ।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে।
১০ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
৯ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১৯ ঘণ্টা আগে