নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।
রিজভী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
তিনি বলেন, শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করার পর সন্ধ্যা থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের আটক করা শুরু হয়। এ নিয়ে কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ভর করে। এই অবস্থার মধ্যে তানভীর আহমেদ রবিনও কার্যালয়ে অবস্থান করেন।
পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয থেকে বের হওয়ার পরে মোটরবাইকে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। এক পর্যায়ে তাঁকে ঘিরে ফেলে। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না। রিজভী বলেন, এই স্বীকার না করা একটা মানুষ্যত্বহীন কাজ। যে কাজ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বরাবার করছে।
তানভীর আহমেদ রবিনকে তাঁর পরিবারের কাছে ফেরত দিতে মহানগর গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানান রিজভী। অন্যথায এর চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।
রিজভী বলেন, 'আমাদের অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে তারা। এটা কোনো সভ্য দেশ হতে পারে না। এক ভয়ংকর অসভ্যতা চলছে দেশে।'
এর আগে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে রাত আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
আধা ঘণ্টা পরেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন রিজভী।
বিএনপির অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।
রিজভী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
তিনি বলেন, শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করার পর সন্ধ্যা থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের আটক করা শুরু হয়। এ নিয়ে কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ভর করে। এই অবস্থার মধ্যে তানভীর আহমেদ রবিনও কার্যালয়ে অবস্থান করেন।
পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয থেকে বের হওয়ার পরে মোটরবাইকে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। এক পর্যায়ে তাঁকে ঘিরে ফেলে। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না। রিজভী বলেন, এই স্বীকার না করা একটা মানুষ্যত্বহীন কাজ। যে কাজ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বরাবার করছে।
তানভীর আহমেদ রবিনকে তাঁর পরিবারের কাছে ফেরত দিতে মহানগর গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানান রিজভী। অন্যথায এর চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।
রিজভী বলেন, 'আমাদের অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে তারা। এটা কোনো সভ্য দেশ হতে পারে না। এক ভয়ংকর অসভ্যতা চলছে দেশে।'
এর আগে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে রাত আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
আধা ঘণ্টা পরেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন রিজভী।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
২ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৪ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৭ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৮ ঘণ্টা আগে