Ajker Patrika

সরকারের নিরাপত্তার জন্যই বাজেটে পাচারের টাকা বৈধ করা হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের নিরাপত্তার জন্যই বাজেটে পাচারের টাকা বৈধ করা হচ্ছে: রিজভী

আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের ও সরকারের নিরাপত্তার জন্যই অর্থমন্ত্রী বাজেটে পাচার করা টাকা বৈধ করার প্রস্তাব করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অনশনে তিনি এই মন্তব্য করেন। 

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদানের দাবিতে এই অনশনের আয়োজন করা হয়। 

খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কোনো অন্যায় করেননি। অন্যায় করছে আওয়ামী লীগ সরকার, তার প্রধানমন্ত্রী। তারা টাকা পাচার করেছে। এখন সেই টাকা কিছু সুদ দিয়ে বৈধ করবেন। আমাদের দেশের আইনেই আছে টাকা পাচার বড় অপরাধ, অনৈতিক কর্মকাণ্ড। বিদেশে কারা টাকা রেখেছে? আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, ঘনিষ্ঠজনেরা। যেখানে টাকা রেখেছে সেখানেও ধরপাকড় হতে পারে ৷ নিরাপদে যেন সেই টাকা দেশে আনতে পারে এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের ও সরকারের নিরাপত্তার জন্যই বাজেটে পাচার করা টাকা বৈধ করছেন অর্থমন্ত্রী।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘এই অন্যায় কাজের জন্য, লুটপাট-হরিলুটের জন্য যারা দায়ী তাদের বৈধতা দিচ্ছেন। আর দেশের কোটি মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে বিনা অপরাধে তাঁকে একটি মিথ্যা মামলায় আপনি কারাগারে রেখেছেন। প্রধানমন্ত্রী আপনার এই অন্যায়ের খেসারত আপনাকে দিতে হবে। তাঁকে সাজা দিয়ে বন্দী রাখবেন, চিকিৎসা নিতে যেতে দেবেন না, তা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ 

দেশে চলমান বন্যা নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার ব্যর্থ এবং সরকারের অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি এত খারাপ হয়েছে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘সিলেটের বন্যা আমরা যা দেখছি, সকালে হাঁটুপানি দুপুরের মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনি পদ্মা সেতু পদ্মা সেতু দেখিয়ে আনন্দে আত্মহারায় ভাসছেন। পদ্মা সেতু যে ভেলকিবাজি, এটা জনগণ জানে। জনগণের সঙ্গে আপনারা মশকরা করছেন, ভেলকিবাজি দেখাচ্ছেন। সিলেট-সুনামগঞ্জের ৫০ লাখ লোক পানিবন্দী। তাদের জন্য এক থেকে দেড় টাকা, আর পদ্মা সেতুর বিচিত্র অনুষ্ঠানে ভারত থেকে নাকি একজন শিল্পী এসেছেন। তাকে নাকি দেবেন তিন কোটি টাকা।’ 

রিজভী বলেন, রাষ্ট্রের একজন প্রধান কর্তাব্যক্তির আত্মীয়স্বজন অপরিকল্পিতভাবে হাওরে বাঁধ দিয়েছে। তারা অপরিকল্পিতভাবে রাস্তা করেছে। অপরিকল্পিত বাঁধ ও রাস্তার জন্য ৬০ লাখ মানুষ পানিবন্দী। 

রাত আটটার পর বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘রেন্টাল-কুইক রেন্টালের নামে লুটপাটের পর দলের লোকজনকে ইনডেমনিটি দিয়ে রেহায় দিয়েছেন। কোথাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নাই। এক ঘণ্টা দেড় ঘণ্টা দিনে রাতে বিদ্যুৎ থাকে না। আপনি যে সকল আইন করেছেন শুধু আপনার লোকজনদের ধনী করার জন্য, আঙুল ফুলে কলাগাছ হওয়ার জন্য। আপনাদের লোকজন যাতে বাংলার মানুষের ভাগ্য হরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং এই টাকাতে বিদেশে পাচার করতে পারে আপনি সেই সুযোগ করে দিচ্ছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলে এখন ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দিচ্ছেন কেন?’ 

রিজভী বলেন, ‘দেশে মুদ্রাস্ফীতি ৭.৪২ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি আরও বেড়েছে। মূল্যস্ফীতি বাড়া মানে আরও বেশি টাকা দিতে হবে। আগে ১০০ টাকায় যে খাবার কিনতাম, তা কিনতে এখন খরচ হবে দেড় শ টাকারও বেশি। এই পরিস্থিতির জন্য কে দায়ী? এর জন্য দায়ী প্রধানমন্ত্রী। জনগণকে ক্ষুধায়, অনাহারে রেখে, পানিতে ডুবিয়ে ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন আর ভারত থেকে নাচনিওয়ালি নিয়ে এসে সেখানে দেখাবেন, তা দেখে বাংলার মানুষ সব ভুলে যাবে আর আপনি মনের আনন্দে প্রধানমন্ত্রিত্ব করবেন তা জনগণ আর মেনে নেবে না।’ 

গণতন্ত্র ফোরামের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে প্রতীকী অনশনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, ওলামা দলের সদস্যসচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত