Ajker Patrika

যারা লুটপাট করেছে তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১: ৩৯
যারা লুটপাট করেছে তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ দেশের মানুষ সকলে আজকে আওয়াজ তুলেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারবে না। যারা দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করেছে, তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না।’ 

আজ শুক্রবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সমর্থক দল উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।’ 

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘যেখানে আওয়ামী লীগ, সেখানে গণতন্ত্রের কোনো অবস্থান নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আর যেখানে বিএনপি, সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস।’ 

এই সরকারকে বিদায় করতেই বিএনপি ১০ দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা যে সংকটে আছি তা হলো দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই, অর্থনীতি ধ্বংস। এর সবকিছু একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। জাতি আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রামে লিপ্ত। সরকারকে বিদায় করা ছাড়া আর বিকল্প কিছু নাই।’ 

জিয়াউর রহমানের সফলতা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমান আমাদের পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় এনে দিয়েছিলেন। আজকে আমাদের যে রেমিট্যান্স এবং বিদেশে রপ্তানি থেকে যে আয়—এই দুটি জিয়াউর রহমান শুরু করে গিয়েছিলেন। তলাহীন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশকে সিকিউরিটি কাউন্সিলের সদস্য করে আন্তর্জাতিকভাবে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করে গেছেন।’ 

বিএসপিপির অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কাদের গণি চৌধুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত