Ajker Patrika

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জাতির সঙ্গে প্রতারণা: ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬: ৫৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জাতির সঙ্গে প্রতারণা: ইসলামী ফ্রন্ট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিবেচকের মতো নেওয়া হয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জ্বালানি তেলের অসম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন দলটির নেতা-কর্মীরা।   

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা। 

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারী সিদ্ধান্ত, যা অবিবেচকের মতো নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে। অতি দ্রুত সাধারণ জনগণের কথা বিবেচনা করে তেলের দাম প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। 

বক্তাদের দাবি, বৈশ্বিক বাজারে তৈলের মূল্য যখন কমেছে, তখন দেশে জ্বালানি তেলের মূল্য কমেনি। সরকারনিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসাজশে আবার গাড়িভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরকার প্রতারণা করবে নিঃসন্দেহে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকেরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মুহিউদ্দীন হামিদী, যুবনেতা আবু নাসের মুসা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ শরীফ, রাসেল আহমদসহ আরও অনেকেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত