নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা সরকার পরিবর্তন কিংবা জনপ্রতিনিধি নির্বাচন নয় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাষা আন্দোলনের প্রথম কারাবরণকারী সম্পাদক দি বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক মরহুম আবদুস সালামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশের রাজনীতির মান উন্নত হয়নি। বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। সে কারণেই তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। আমাদের দেশের ছাত্ররা আজকে বলছে, “আই হেইট পলিটিকস।” এটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কেন ছাত্ররা আজ রাজনীতি ঘৃণা করছে—তা বিশ্লেষণ জরুরি।’
সাংবাদিক আবদুস সালাম প্রসঙ্গে তিনি বলেন, আবদুস সালামের লেখার জন্য পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। সর্বজনের কল্যাণে কাজ করার জন্যই তিনি সাংবাদিকতায় এসেছিলেন। তিনি জাতি এবং রাষ্ট্রের কল্যাণেই সব সময় লিখেছেন।
সভায় আবদুস সালামের নাতনি মরিয়ম সুলতানা বলেন, ‘ষাটের দশকে আবদুস সালামের সম্পাদকীয় পড়ে অনেকে ইংরেজি শিখত। কোথাও গেলে ইংরেজিতে কথা বলতে খুব ভয়ে থাকতাম। কোথাও ভুল হলে সবাই চেপে ধরত।’
আবদুস সালামের মেয়ে ও স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম বলেন, ‘স্মরণ অনুষ্ঠান না করলেও কিছু যায় আসে না। কিন্তু আমরা কি তরুণ প্রজন্মকে সাংবাদিকতা কী, কেন তা বোঝাতে পেরেছি? একজন সাংবাদিক চাঁদাবাজ হতে পারে, সরকারি একটা প্লটের জন্য বিবেক বিক্রি করে দিতে পারে। এমন সাংবাদিকতা যেন না হয়—এই উপলব্ধি থেকে আবদুস সালাম, মানিক মিয়াদের আদর্শ তুলে ধরতে অনুষ্ঠানগুলো করছি।’
সভায় সভাপতির বক্তব্যে দি বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আবদুস সালাম দেশ, রাজনীতি, সাংবাদিকতা সবকিছু নিয়েই আলোকপাত করে গেছেন। কিন্তু আমরা কি তাঁর যোগ্য উত্তরসূরি হতে পেরেছি? না পারলে আমরা তাঁদের কীভাবে শ্রদ্ধা জানাব? আজকে যেখানে রাজনীতি দুর্বৃত্তায়ন, দুর্নীতি আর পেশিশক্তির—সেখানে সাংবাদিকতা বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে থাকবে, তা প্রত্যাশিত নয়।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসসের সাংবাদিক তানভীর আলাদিন, আইনজীবী শহীদুল্লাহ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদ, সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।
গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা সরকার পরিবর্তন কিংবা জনপ্রতিনিধি নির্বাচন নয় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাষা আন্দোলনের প্রথম কারাবরণকারী সম্পাদক দি বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক মরহুম আবদুস সালামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশের রাজনীতির মান উন্নত হয়নি। বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। সে কারণেই তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। আমাদের দেশের ছাত্ররা আজকে বলছে, “আই হেইট পলিটিকস।” এটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কেন ছাত্ররা আজ রাজনীতি ঘৃণা করছে—তা বিশ্লেষণ জরুরি।’
সাংবাদিক আবদুস সালাম প্রসঙ্গে তিনি বলেন, আবদুস সালামের লেখার জন্য পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। সর্বজনের কল্যাণে কাজ করার জন্যই তিনি সাংবাদিকতায় এসেছিলেন। তিনি জাতি এবং রাষ্ট্রের কল্যাণেই সব সময় লিখেছেন।
সভায় আবদুস সালামের নাতনি মরিয়ম সুলতানা বলেন, ‘ষাটের দশকে আবদুস সালামের সম্পাদকীয় পড়ে অনেকে ইংরেজি শিখত। কোথাও গেলে ইংরেজিতে কথা বলতে খুব ভয়ে থাকতাম। কোথাও ভুল হলে সবাই চেপে ধরত।’
আবদুস সালামের মেয়ে ও স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম বলেন, ‘স্মরণ অনুষ্ঠান না করলেও কিছু যায় আসে না। কিন্তু আমরা কি তরুণ প্রজন্মকে সাংবাদিকতা কী, কেন তা বোঝাতে পেরেছি? একজন সাংবাদিক চাঁদাবাজ হতে পারে, সরকারি একটা প্লটের জন্য বিবেক বিক্রি করে দিতে পারে। এমন সাংবাদিকতা যেন না হয়—এই উপলব্ধি থেকে আবদুস সালাম, মানিক মিয়াদের আদর্শ তুলে ধরতে অনুষ্ঠানগুলো করছি।’
সভায় সভাপতির বক্তব্যে দি বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আবদুস সালাম দেশ, রাজনীতি, সাংবাদিকতা সবকিছু নিয়েই আলোকপাত করে গেছেন। কিন্তু আমরা কি তাঁর যোগ্য উত্তরসূরি হতে পেরেছি? না পারলে আমরা তাঁদের কীভাবে শ্রদ্ধা জানাব? আজকে যেখানে রাজনীতি দুর্বৃত্তায়ন, দুর্নীতি আর পেশিশক্তির—সেখানে সাংবাদিকতা বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে থাকবে, তা প্রত্যাশিত নয়।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসসের সাংবাদিক তানভীর আলাদিন, আইনজীবী শহীদুল্লাহ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদ, সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
২০ মিনিট আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১০ ঘণ্টা আগে