Ajker Patrika

করোনাকালে বিশেষ বাজেট চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
করোনাকালে বিশেষ বাজেট চায় বিএনপি

ঢাকা: করোনা পরিস্থিতি বিবেচনায় বিশেষ বাজেটের দাবি জানিয়েছে বিএনপি। দলটির দাবি আসন্ন বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য। এ জন্য ৬ মাসের অন্তর্বর্তীকালীন একটি বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে তাঁরা।

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ দাবি তুলে ধরেন।

'বাজেট ভাবনা-অর্থবছর ২০২১-২০২২' শীর্ষক এ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'জীবিকার চেয়ে জীবন আগে। তাই এবারের বাজেট হতে হবে জীবন বাঁচানোর বাজেট।'

বিএনপি মহাসচিব বলেন, 'জীবন-জীবিকার টানাটানির এ দুর্যোগকালে প্রবৃদ্ধি কোনও ইস্যু নয়। এখন প্রবৃদ্ধির কথা না বলে কর্মসংস্থান এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষার কথাই বলতে হবে। এ বাজেট হতে হবে ঝুঁকি মোকাবিলা ও ব্যবস্থাপনার বাজেট। এ বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট।'

তিনি বলেন, 'করোনাকালে এবারের বাজেট গতানুগতিক হওয়া উচিত নয়। করতে হবে বিশেষ সময়ের বাজেট। উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবিলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা।'

স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাততে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ২৪ দফা বাজেট ভাবনা তুলে ধরা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারি প্রতিরোধ ও করোনা চিকিৎসা দুটিই সমানতালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বৃত্তি, প্রযুক্তি সম্প্রসারণ, কোভিডকালে ক্ষতিগ্রস্ত শিক্ষায়তনে আর্থিক সহায়তা, গবেষণা ও শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে কৃষি, শিল্প ও সেবা খাতের বহুমুখীকরণ, উৎপাদন, প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় টিকে থাকার মতো কৌশলগত ব্যবস্থা নিতে হবে।'

দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনারও প্রস্তাব করেন বিএনপি মহাসচিব।

কালো টাকা সাদা করার সরকারি নীতির কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, ‘আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত