নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) সরকারের উচ্চপর্যায়ের সহায়তা পেয়ে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পি কে হালদারের শতকোটি টাকা পাচারে কে সহায়তা করেছে? সরকারের উচ্চপর্যায় থেকে যদি সহায়তা না থাকে, তবে একজন ব্যক্তির পক্ষে কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে ৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার সম্ভব নয়।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘শুধু পি কে হালদার নয়, যাঁরা তাঁর সহযোগী ছিলেন, যাঁরা তাঁর প্রভু, যাঁদের হয়ে পি কে হালদার কাজ করছিলেন এসব কিছুই জনগণের সামনে প্রকাশ করতে হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঁদের শাস্তির আওতায় আনতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারপরও প্রশ্ন থাকে পি কে হালদার কি একজন? একজন পি কে হালদারকে আমাদের সামনে দেখানো হচ্ছে। যাতে করে আমরা বলি এই যে সরকার পাচারকারীদের ধরছে।’
নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের বিগত দুই নির্বাচনের যে কৌশল তা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিল, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে তাদের ঘুম নেই। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএমে ভোট দেবে।’
গণতন্ত্র ফোরামের সভাপতি ভি পি ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রাহমাতুল্লাহ প্রমুখ।
প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) সরকারের উচ্চপর্যায়ের সহায়তা পেয়ে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পি কে হালদারের শতকোটি টাকা পাচারে কে সহায়তা করেছে? সরকারের উচ্চপর্যায় থেকে যদি সহায়তা না থাকে, তবে একজন ব্যক্তির পক্ষে কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে ৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার সম্ভব নয়।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘শুধু পি কে হালদার নয়, যাঁরা তাঁর সহযোগী ছিলেন, যাঁরা তাঁর প্রভু, যাঁদের হয়ে পি কে হালদার কাজ করছিলেন এসব কিছুই জনগণের সামনে প্রকাশ করতে হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঁদের শাস্তির আওতায় আনতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারপরও প্রশ্ন থাকে পি কে হালদার কি একজন? একজন পি কে হালদারকে আমাদের সামনে দেখানো হচ্ছে। যাতে করে আমরা বলি এই যে সরকার পাচারকারীদের ধরছে।’
নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের বিগত দুই নির্বাচনের যে কৌশল তা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিল, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে তাদের ঘুম নেই। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএমে ভোট দেবে।’
গণতন্ত্র ফোরামের সভাপতি ভি পি ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রাহমাতুল্লাহ প্রমুখ।
জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘আমরা দিনের দিন কালক্ষেপণ করতে রাজি নয়। যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হতে পারি, বাকি যদি...
১ ঘণ্টা আগেদেশে ফেরার পর খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ উৎসাহিত, উজ্জীবিত যে তাঁদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তাঁকে যথাযথ অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়...
২ ঘণ্টা আগেচলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। নিয়মিত ফ্যাক্টচেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরোনো গুজব ফিরে আসা-সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্টফাইল এবং...
১৩ ঘণ্টা আগেকলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে