নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন পেছানোর স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের লাভ হওয়ার সম্ভাবনা আছে।
‘আমরা আশা রাখতে চাই, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করবেন।’
পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘অন্যায়ের পক্ষে কোনো সচেতন মানুষ রাজনৈতিক দলে থাকতে পারে, তা আমি বিশ্বাস করি না। আজকে কতিপয় লোক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছেন। আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে।
‘আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। আমরা শুধু বন্ধুদের বলতে চাই, ধৈর্য ধরুন। অন্যায় সমর্থন করবেন না। অন্যায়কে বিএনপি কোনো দিন প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।’
ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘জামায়াতের এক নেতা বলেছেন, মিটফোর্ডের ঘটনার পর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে। জনগণ সিদ্ধান্ত নেবে—কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান প্রমুখ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন পেছানোর স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের লাভ হওয়ার সম্ভাবনা আছে।
‘আমরা আশা রাখতে চাই, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করবেন।’
পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘অন্যায়ের পক্ষে কোনো সচেতন মানুষ রাজনৈতিক দলে থাকতে পারে, তা আমি বিশ্বাস করি না। আজকে কতিপয় লোক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছেন। আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে।
‘আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। আমরা শুধু বন্ধুদের বলতে চাই, ধৈর্য ধরুন। অন্যায় সমর্থন করবেন না। অন্যায়কে বিএনপি কোনো দিন প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।’
ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘জামায়াতের এক নেতা বলেছেন, মিটফোর্ডের ঘটনার পর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে। জনগণ সিদ্ধান্ত নেবে—কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১২ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৫ ঘণ্টা আগে