Ajker Patrika

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি-বাসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এই বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে অংশ নেন বলে জানান শায়রুল কবির খান।

বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আজকে অনানুষ্ঠানিক একটা বৈঠক ছিল। চায়ের দাওয়াতে আমরা আসছিলাম। যেহেতু আমাদের একটা জোট আছে, তাই কারও সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হলে আমরা জোটে আলোচনা করেই করব। বৈঠকে প্রধানত রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, কীভাবে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি, দেখা–সাক্ষাৎ-আলোচনার প্রয়োজনে তা নিয়ে আলোচনা করা হয়েছে।’

বৈঠকে শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সিপিবির পক্ষে দলটির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। অন্যদিকে বাসদের পক্ষে দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত