Ajker Patrika

ঢাকায় ৫০টি ক্যাসিনোর মালিক যুবলীগ-ছাত্রলীগের নেতারা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ২৪
ঢাকায় ৫০টি ক্যাসিনোর মালিক যুবলীগ-ছাত্রলীগের নেতারা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ঢাকা শহরে ৫০টিরও বেশি ক্যাসিনো রয়েছে। এগুলোর মালিক ছাত্রলীগ ও যুবলীগ।’ আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির বলেন, `বাংলাদেশ কোনো স্বৈরশাসককে বেশি দিন সহ্য করেনি। আপনার সরকার পতনের সাইরেন বাজছে।'

গতকাল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএনপিv চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ 

খালেদা জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, `শেখ হাসিনা ভয়ংকর এক নীলনকশা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই নীলনকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে বাড়িঘর তৈরি করে থাকতে হবে।' 

এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় আগামী মঙ্গলবার সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তৃতা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত