Ajker Patrika

নতুন দল বিএনএম ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন দল বিএনএম ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথাও জানিয়েছেন নতুন নিবন্ধন পাওয়া দলটির আহ্বায়ক আব্দুর রহমান খোকন। 

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায় বিএনএম। আজ শনিবার মহাখালীতে দলের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনএমের নেতারা। 

বিএনএমের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টিকেও (বিএসপি) নিবন্ধন দিয়েছে ইসি। 

বিএনএমের আহ্বায়ক আব্দুর রহমান খোকন বলেন, ‘জনগণের স্বার্থে নির্বাচন হলে বিএনএম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সাড়া দেশে ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করে ফেলেছি।’ 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সব শর্ত মেনেই আমরা নিবন্ধন পেয়েছি। উপজেলা, জেলা পর্যায়ে অফিস ও কমিটি রয়েছে। সেই তালিকা আমাদের কাছে আছে, চাইলে আপনারাও দেখতে পারেন। যারা আমাদের সমালোচনা করছেন তাঁদের রুচি নেই। রুচিহীনরাই কথা বলছেন।’ 

একটি বিরোধী রাজনৈতিক দলের নামের সঙ্গে মিল রেখে দলের নামকরণ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনএমের আহ্বায়ক খোকন বলেন, ‘জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন হলেও দেশে বেশির ভাগ জায়গায় জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়নি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। তাই দলের নামে জাতীয়তাবাদ রাখা হয়েছে।’ 

বিএনএমের সদস্যসচিব মেজর (অব.) মুহাম্মদ হানিফ বলেন, ‘জাতীয়তাবাদ শুধু বিএনপির একার নয়। জাতীয়তাবাদ পরিচয় নিয়েই আমরা দল গঠন করেছি। বাংলাদেশ নাম দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত ছিল। তাই কিছুটা মিল থাকতে পারে বিএনপির সঙ্গে।’ 

এদিকে নিবন্ধন পাওয়া অপর দল বিএসপি আজ মোটর শোভাযাত্রা করে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে। এর আগে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত