Ajker Patrika

সিসিইউতে খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ২৯
সিসিইউতে খালেদা জিয়া 

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। একটি মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ রোববার বিকেলে মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন।

 তিনি জানান, ভর্তির পর শনিবার রাতে বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আলোচনা করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। আজও (রোববার) বোর্ডের চিকিৎসকেরা বসবেন। সব বিষয় পর্যালোচনা করা হবে। নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা দরকার কি না, সে বিষয়ে পরামর্শ আসবে। 

সব মিলিয়ে খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, না খারাপ আছেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি এখন সিসিইউতে আছেন।’ 

এর আগে ১২ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন। এরপর সপ্তাহ না পেরোতেই তাঁকে আবারও হাসপাতালে নিতে হয়েছে। করোনায় আক্রান্ত হলে চলতি বছরের ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় প্রায় দুই মাস পরে বাসায় ফেরেন তিনি। বাসায় থেকেই করোনার দুই ডোজ টিকা নেন। চিকিৎসকেরা তাঁর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে এলেও আইনি বাধায় তা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত