নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পরিবর্তনের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের। আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করা যায়, সংগ্রাম করে, লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ঈদ আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঈদ আড্ডায় রাজনীতিকেরা সাড়া দিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। আশা করি আজকের এই আড্ডায় নতুন করে আশা তৈরি হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা জেগে ওঠে আমরা এমন একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজ। যে স্বপ্ন আমরা ১৯৭১ এ দেখেছিলাম। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আরও বেশি করে আশার সৃষ্টি করি, মানুষের মনে আশা জাগাই।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকেরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে সব দলেরই কিছু না কিছু নিজস্ব মত থাকবে। সেই মতকে আমাদের সম্মান করতে হবে। শত্রুভাবাপন্ন মনোভাব পরিহার করে আমরা যদি বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি, তাহলেই রাজনীতিতে সুবাতাস বইবে।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ আরও অনেকে অংশ নেন।
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পরিবর্তনের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের। আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করা যায়, সংগ্রাম করে, লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ঈদ আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঈদ আড্ডায় রাজনীতিকেরা সাড়া দিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। আশা করি আজকের এই আড্ডায় নতুন করে আশা তৈরি হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা জেগে ওঠে আমরা এমন একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজ। যে স্বপ্ন আমরা ১৯৭১ এ দেখেছিলাম। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আরও বেশি করে আশার সৃষ্টি করি, মানুষের মনে আশা জাগাই।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকেরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে সব দলেরই কিছু না কিছু নিজস্ব মত থাকবে। সেই মতকে আমাদের সম্মান করতে হবে। শত্রুভাবাপন্ন মনোভাব পরিহার করে আমরা যদি বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি, তাহলেই রাজনীতিতে সুবাতাস বইবে।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ আরও অনেকে অংশ নেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
৩২ মিনিট আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
৩ ঘণ্টা আগেপার্শ্ববর্তী একটি দেশ ও দুটি রাজনৈতিক দলকে দেশের মূল শক্রপক্ষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এর মধ্যে প্রথমে ভারত, তারপর আওয়ামী লীগ এবং শেষে জামায়াতে ইসলামীর কথা বলেছেন তিনি। এরা সুযোগ পেলেই যে কারও কাঁধে ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে