নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের মতে এই বাজেট বাস্তবায়নে অতিরিক্ত কর আদায়ে একদিকে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বাড়বে অন্যদিকে বৈদেশিক ঋণের বোঝায় দেশ শ্রীলঙ্কার মতো বিপর্যয়ে পড়তে পারে।
আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদ ভবনের টানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথা জানান জি এম কাদের।
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। আর এ কারণেই জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। এমন বাস্তবতায় বিশাল বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলতে হচ্ছে।’
জি এম কাদের বলেন, ‘বাজেটে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, যা জিডিপির ৫ শতাংশের ওপরে। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হতে পারে। আবার বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক ২ শতাংশ। দিন দিন বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে দেশে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।’
ডলারের সঙ্গে টাকার বিনিময় হারে টাকার মূল্য কমছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিশ্ব বাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল। পাশাপাশি গত বছরের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর আদায়ের বিরূপ প্রভাব সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।’
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের মতে এই বাজেট বাস্তবায়নে অতিরিক্ত কর আদায়ে একদিকে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বাড়বে অন্যদিকে বৈদেশিক ঋণের বোঝায় দেশ শ্রীলঙ্কার মতো বিপর্যয়ে পড়তে পারে।
আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদ ভবনের টানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথা জানান জি এম কাদের।
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। আর এ কারণেই জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। এমন বাস্তবতায় বিশাল বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলতে হচ্ছে।’
জি এম কাদের বলেন, ‘বাজেটে আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, যা জিডিপির ৫ শতাংশের ওপরে। আবার ৩৬ শতাংশ অভ্যন্তরীণ ঋণের ওপর ভরসা করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি হলে ব্যবসায়ীদের বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হতে পারে। আবার বিদেশি ঋণের পরিমাণ ১৪ দশমিক ২ শতাংশ। দিন দিন বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে দেশে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।’
ডলারের সঙ্গে টাকার বিনিময় হারে টাকার মূল্য কমছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন কষ্টকর হয়ে উঠতে পারে। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিশ্ব বাজার থেকে কিনে ভর্তুকি দিয়ে দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে বিক্রির জন্য একটি উদ্যোগ থাকা উচিত ছিল। পাশাপাশি গত বছরের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর আদায়ের বিরূপ প্রভাব সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরও বেড়ে যাবে।’
জুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ‘আপত্তিকর স্লোগান’ ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে। এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জা
৩ মিনিট আগেনব্বইয়ের গণ-অভ্যুত্থানে এরশাদের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে লিখিত চুক্তি করেছিল রাজনৈতিক দলগুলো, যা তিন জোটের রূপরেখা নামে পরিচিত। কিন্তু ক্ষমতায় সেই চুক্তি মানেনি দলগুলো। জুলাই অভ্যুত্থানের অর্জনও যাতে এভাবে ব্যর্থ না হয়, সে জন্য জুলাই সনদ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ
৯ ঘণ্টা আগেজাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, এইচ এম এরশাদ (প্রয়াত) এবং জি এম কাদের গত ১৬ বছর আওয়ামী লীগকে হৃষ্টপুষ্ট করেছেন। এর দায়ে জি এম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মওলানা ভাসানীর বক্তব্যের পুনরাবৃত্তি করে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব
১০ ঘণ্টা আগে